Connect with us
ক্রিকেট

ব্যাট চুরি! বিশ্বকাপে পাকিস্তানি ক্রিকেটারের কর্মকাণ্ডে উঠেছে বিতর্ক

Pakistan cricketers
পাকিস্তানি ক্রিকেটার। ছবি- সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট ও বিতর্ক যেন একই সুতায় গাঁথা। এবার এক পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে ব্যাট কিনে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের নিউজার্সির একটি দোকান থেকে তিনটি ব্যাট কিনলেও এখনো টাকা পরিশোধ করেননি তিনি। এমন অভিযোগ এনেছেন পাকিস্তানেরই এক সাংবাদিক, তবে অভিযুক্তের নাম প্রকাশ করেননি তিনি।

পাকিস্তানের অভিজ্ঞ সাংবাদিক ওয়াহিদ খান তার এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পাকিস্তানের এক জনপ্রিয় ক্রিকেটার নিউইয়র্কে একটি দোকান থেকে তিনটি ব্যাট কেনেন। দোকানের মালিক ব্যাটগুলো তার কাছে পৌঁছে দিলেও এখনো তিনি অর্থ পাননি। ফোনেও ক্রিকেটারটির সাড়া পাচ্ছেন না সেই ব্যাট মালিক।’


আরও পড়ুন:

» সাকিবের অনুরোধ রাখেনি বিসিবি, তবুও অভিযোগ নেই তার!

» ক্রিকেটারদের অভিযোগে বড় দুঃসংবাদ পেলেন ভারতীয় ধারাভাষ্যকার


ওয়াহিদের এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ জানিয়েছে, ওয়াহিদ একটি বেসরকারি টিভি চ্যানেলে কাজ করেন এবং তার এই তথ্য বেশ নির্ভরযোগ্য বলে মনে করা হচ্ছে। তবে অভিযুক্ত ক্রিকেটারের নাম গোপন থাকায় জল্পনার শেষ নেই।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় বাবর আজমের দল, ভারত ও নবাগত যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে ব্যর্থ হয় পরবর্তী রাউন্ডে উঠতে। তারই মধ্যে এমন বিতর্ক পাকিস্তান ক্রিকেটের আরও সম্মানহানি ঘটাবে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত অভিযোগটি কতদূর গড়ায়!

ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট