চলতি মৌসুমের আইপিএলে ঝরছে রানের ফোয়ারা৷ গত আসরগুলোর রেকর্ড ভেঙে চলতি আসরে নতুন নতুন রেকর্ডের জন্ম দিচ্ছে ব্যাটাররা৷ সানরাইজার্স হায়দরাবাদের করা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ২৭৭ রানের রেকর্ড গড়ার পর কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা করেছে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২৭২ রান।
আইপিএলে এমন রানের বন্যা দেখে কটাক্ষ করেছেন সাবেক পাকিস্তানি পেসার জুনায়েদ খান৷ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আইপিএলের এই ফ্ল্যাট পিচে ব্যাটিং করা অনেক সহজ।’
গত বুধবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৩৯ বলে ৮৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন ক্যারিবীয় স্পিনার সুনিল নারিন। তার এই ইনিংস নিয়েও মন্তব্য করেছেন জুনায়েদ খান।
তিনি লিখেছেন, ‘এই ধরনের একেবারে ফ্ল্যাট পিচে আইপিএলের যে ম্যাচ খেলা হচ্ছে সেখানে ব্যাটিং করাটা কতটা সহজ, তাই নয় কি? নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারে সুনিল নারিনের মোট রান ১৫৫। আর আজকে (দিল্লি ম্যাচে) ওপেনার হিসেবে ও একাই করেছে ৮৫। আর দলের স্কোর আবার ২৭২!’
আরও পড়ুন: ভুল করে কেনা সেই ব্যাটসম্যানই জেতাল পাঞ্জাবকে
ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৪/টিএইচ/এমটি