ধারাবাহিক ব্যর্থতায় প্রধান কোচ থমাস টুখেলকে মৌসুম শেষে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মানির সবচেয়ে সফল ক্লাব বায়ার্ন মিউনিখ। ২০২৫ সাল পর্যন্ত বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে টুখেলের। তবে চলতি মৌসুম শেষেই তাকে চলে যাওয়ার কথা বলেছে বায়ার্ন।
এক বিবৃতিতে আজ বুধবার এই ঘোষণা দিয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। মূলত টুখেলের সাম্প্রতিক পারফরম্যান্সে বেশ অসন্তুষ্ট বায়ার্ন। শেষ তিন ম্যাচে টানা হারের মুখ দেখেছে দলটি। যার ফলে বুন্দেস লিগার শিরোপা ধরে রাখার মিশন থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে দলটি।
বিবৃতিতে ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন বলেছেন, ‘বায়ার্ন মিউনিখ ও প্রধান কোচ টমাস টুখেল যৌথভাবে দাপ্তরিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে, যা মূলত ২০২৫ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। এখন সেটি ২০২৪ সালের ৩০ জুন শেষ হবে।’
টুখেলের সঙ্গে গঠনমূলক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ড্রেসেন। তবে দায়িত্ব ছাড়ার তারিখ পেয়ে গেলেও শেষটা দলের সাফল্যের সাথে করতে চান টুখেল, ‘আমার কোচিং স্টাফ এবং আমি সর্বোচ্চ চেষ্টা করছি সর্বোচ্চ সাফল্যের সঙ্গে শেষটা করতে।’
এরই মধ্যে টুখেলের জায়গায় কাকে দেখা যাবে বায়ার্নের ডাগআউটে, সেই আলোচনা শুরু হয়েছে। এদিকে স্কাই স্পোর্টসের তথ্যমতে নতুন মৌসুমে কোচ হিসেবে গুনার সুলশার অথবা এছাড়াও এই আলোচনায় আছেন জাবি আলেনসোও।
আরও পড়ুন: সেভিয়ার হয়ে রিয়ালে ফিরছেন রামোস
ক্রিফোস্পোর্টস/২১ফেব্রুয়ারি২৪/এফএএস