Connect with us
ফুটবল

জয়ের পরও উদযাপন করেনি বায়ার্ন, কারণ কী?

Football match
বেনফিকার বিপক্ষে গোল দেওয়ার মুহুর্তে। ছবি : সংগৃহীত

অ্যাষ্টন ভিলার কাছে ১-০ গোলে হারের পর বার্সেলোনার কাছে ৪-০ তে হতে হয়েছে বিধ্বস্ত। এরপরে একটা দলের মোমেন্টাম ফিরে পেতে দলটার জয়ের বিকল্প নেই। অবশেষে সেই অধরা জয়ের দেখা পেল বায়ার্ন মিউনিখ। কিন্তু মাঠে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে করা হলো না উদযাপন।

টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখে বায়ার্ন মিউনিখ। গতকাল আলিয়াঞ্জ অ্যারেনায় বেনফিকার বিপক্ষে ১-০ গোলে জয় পাই বায়ার্ন মিউনিখ। কিন্তু মাঠের সেই জয়ের আনন্দটা উপভোগ করা হয়নি বায়ার্নের। মাঠে খেলা দেখতে আসা এক সমর্থকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে জয়ের আনন্দে দুঃখে রুপান্তরিত হয় মুহূর্তের মধ্যে।

বায়ার্ন মিউনিখ কতৃপক্ষ এবং ক্লাবটির সমর্থকগোষ্ঠী ‘ক্লাব এনআর. ১২’ জানিয়েছে যে, ম্যাচটি শুরু হওয়ার ৩ মিনিটের মাথায় অালিয়াঞ্জ অ্যারেনায় দক্ষিণ পাশের গ্যালারিতে বসে থাকা একজন সমর্থক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে ওখানে বসে থাকা বাকি সমর্থকেরা পুলিশ এবং প্যারমেডিকদের ডাকার পর প্রায় ৩০ মিনিট মতো প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ওই অসুস্থ সমর্থককে স্টেচারে করে হাসপাতালের উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়। কিন্তু মাঝ পথেই মারা যান তিনি। যদিও ওই সমর্থকের নাম প্রকাশ করেনি গণমাধ্যমগুলো।

ওই বায়ার্ন সমর্থকের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো মাঠে জুড়ে। এরপর ওই সমর্থকের মৃত্যুর কথা ভেবে আর কেউ কোনোপ্রকার গান গাওয়া বা স্লোগান দেওয়ার মতো কাজ করেনি বাকিরা।

এদিকে বায়ার্ন মিউনিখ কতৃপক্ষ বলেন, ওই মৃত্যুর কারণে ক্লাব ম্যাচের কাভারেজ কমিয়ে দেয়। সেই সঙ্গে সমর্থকদের উল্লাসও কমে যায়।

সমর্থকের মৃত্যুতে শোক জানিয়ে বায়ার্ন আরও লিখেছেন যে, ‘রেফারির শেষ বাঁশি বাজার পর সকলে জানতে পারে বায়ার্ন মিউনিখকের সমর্থক মারা গেছে। ফলে সমর্থক হারিয়ে মুহ্যমান হয়ে পড়ে বায়ার্ন মিউনিখ।’

এদিকে বায়ার্ন মিউনিখের সমর্থক গোষ্ঠী ক্লাব ‘এনবিআর ১২’ বলেন যে, ‘ম্যাচের ৩ মিনিটে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমরা আজকে দলকে পূর্ণভাবে সমর্থন জানাতে পারিনি। আগে জীবন পরে খেলা। তবে মৃত সমর্থকের পরিবার-আত্মীয়স্বজন সবাই যেন মানসিকভাবে শক্ত থাকতে পারেন সেই কামনায় করছি।’

বেনফিকার বিপক্ষে ম্যাচের ৬৭ মিনিটে হ্যারি কেইনের অ্যাসিস্টে ম্যাচের একমাত্র গোলটি করেন জামাল মুসিয়ালা। ক্ষণিকের জন্য খেলোয়াড়দের সঙ্গে সমর্থকরা গোলের উদযাপন করেন। পরে সাথে সাথেই আবার নিশ্চুপ হয়ে যান।

ম্যাচ শেষে বায়ার্ন মিডফিল্ডার কোনার্ড লাইমার বলেন, ‘ম্যাচ চলাকালে আমরা ঘটনাটি জানতাম না। ম্যাচ শেষে জানতে পেরেছি। বিষয়টা খুবই খারাপ লাগছে তবে আমরা ওনার (সমর্থকের) পরিবারের পাশে আছি।’

টানা দুই ম্যাচ হারের পর অবশেষে বেনফিকার বিপক্ষে জয় পেয়ে জয়ের ধারায় ফিরলো বায়ার্ন মিউনিখ।

আরো পড়ুন : র‍্যাঙ্কিংয়ে কোহলির বড় অবনতি, লিটন-মুশফিকরা কোথায়?

ক্রিফোস্পোর্টস/০৭নভেম্বর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল