Connect with us
ক্রিকেট

বিপিএলের টিকিটের দাম ও ছাড়ার তারিখ প্রকাশ, পাওয়া যাবে যেখানে

CRIFO BPL TICKET
বিপিএলের টিকিট ছাড়ার তারিখ ও দাম প্রকাশ

আর মাত্র চারদিনের অপেক্ষা। এরপর মাঠে গড়াবে বাংলাদেশের ঘরোয়ার ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল। আগামী ১৯ জানুয়ারি শুরু হবে দশম আসর। ওই আসর ঘিরে আজ টুর্নামেন্টের টিকিট কবে ছাড়া হবে এবং দাম কত তা প্রকাশ করেছ বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।

সোমবার (১৫ জানুয়ারি) রাত ১১টার দিক অফিসিয়াল ফেসবুক পেইজে বিপিএল দশম আসরের টিকিটের দাম ঘোষণা করে বিসিবি। সর্বনিম্ন ২০০ টাকা এবং সর্বোচ্চ ২৫০০ টাকা ধরা হয়েছে টিকিটের দাম।

মোট ৫টি ক্যাটাগরিতে বিক্রি হবে বিপিএলের টিকিট। টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল ১৬ জানুয়ারি থেকে। ম্যাচের দিন এবং ম্যাচের আগেন দিন পাওয়া যাবে টিকিট।

তবে এই লিস্টে শুধু ঢাকা অর্থাৎ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের টিকিট সংগ্রহের দিন-তারিখ জানানো হয়েছে। টুর্নামেন্টের অপর দুই ভেন্যু সিলেট ও চট্টগ্রামের জন্য দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি।

মিরপুরের মাঠে মোট ৫টি ক্যাটাগরির টিকিট বিক্রি হবে।
যার মধ্যে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ডের টিকিটের দাম ১৫০০ টাকা
ক্লাব হাউসের টিকিটের মূল্য ৮০০ টাকা
নর্থ ইন্ড ও সাউথ ইন্ডে বসে খেলা দেখতে লাগবে ৪০০ টাকা
আর ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম সবচেয়ে কম মাত্র ২০০ টাকা।

May be an image of text that says "BPL 220 4 BPL 10TH EDITION (DHAKA VENUE) GRAND STAND VIP STAND CLUB HOUSE NORTH/SOUTH STAND EASTERN STAND -2,500/- -1,500/- -800/- -400/- -200/- TICKET SALE VENUE: SHAHEED SUHRAWARDI INDOOR STADIUM, MIRPUR TICKET SELLING COUNTER: ADJACENT TO GATE NO SHER-E- BANGL NATIONAL CRICKET STADIUM MIRPUR -02 (NEAR By THE ACADEMY GROUND) TIME: 09.30 AM TO 08.00 PM (TICKET SALE STARTS 16 JANUARY 2024 AND MATCH DAY & PREVIOUS DAY) A"

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরে বাংলা স্টেডিয়ামের টিকিট কাউন্টার ১নং গেইটের কাছে পাওয়া যাবে টিকিট। ম্যাচের দিন ও ম্যাচের আগের দিন সকাল সাড়ে নয়টা থেকে শুরু হবে টিকিট বিক্রি। পাওয়া যাবে রাত আটটা পর্যন্ত।

এবারের বিপিএলেও খেলছে ৭টি দল। প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়া বাকি ৫টি দল হলো রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, সিলেট স্টাইকার্স, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে চলবে এবারের টুর্নামেন্ট। ১৯ জানুয়ারি শুরু হওয়া লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১ মার্চ।

আরও পড়ুন: ফরচুন বরিশালের নেতৃত্বে তামিম ইকবাল

ক্রিফোস্পোর্টস/১৫ জানুয়ারি ২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট