Connect with us
ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করল বিসিবি

BCB announced the T20 series team against Australia
১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়া সিরিজের শুরুটা আশানুরূপ হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সিরিজের তিনটি ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি টাইগ্রেসরা। এই সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে নিগার সুলতানারা।

ওয়ানডের ব্যর্থ অধ্যায় শেষে এবার বাংলাদেশের সামনে টি-টোয়েন্টির চ্যালেঞ্জ। অজিদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জ্যোতিরা। এই সিরিজকে সামনে রেখে আজ (বুধবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলমান এই সিরিজের ওয়ানডে দল থেকে তিনটি পরিবর্তন আনা হয়েছে টি-টোয়েন্টি দলে। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের দলে জায়গা হয়নি ফারজানা হক পিংকি, নিশিতা আক্তার নিশি এবং দিশা বিশ্বাসের। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন শরিফা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা এবং দিলারা আক্তার দোলা। তবে স্ট্যান্ড বাই হিসেবে রয়েছেন নিশিতা আক্তার নিশি।

আগামী ৩১ মার্চ মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এরপর একদিন করে বিরতি দিয়ে ২ ও ৪ এপ্রিল যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়।

বাংলাদেশ নারীদের ১৫ সদস্যের দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সোবাহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা আক্তার লিসা, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার দোলা।

স্ট্যান্ড বাই: লতা মণ্ডল, নিশিতা আক্তার নিশি।

আরও পড়ুন: পুরো সিরিজে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট