টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ সময়ের প্রস্তুতি সারতে এই মুহুর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। যদিও বিশ্বকাপের আগে নিজেদের শেষ দ্বিপাক্ষিক সিরিজে স্বাগতিকদের কাছে হেরে গিয়ে একদম লেজেগোবরে অবস্থা হয়েছে টাইগারদের। বিশ্বকাপ দলের অবস্থা যখন এমন, এরই মাঝে জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের নিয়ে আজ শনিবার (২৫ মে) বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিশেলে ২১ সদস্যের এই দলটি গঠন করা হয়েছে। আগামীকাল (২৬ মে) সকাল ৯ টা থেকেই এই দলের প্রস্তুতি ক্যাম্প শুরু করাতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়ামে হওয়া এই ক্যাম্পে ক্রিকেটারদের অনুশীলনের পাশাপাশি তাদের নিয়ে ভবিষ্যত পরিকল্পনা সাজাবে বিসিবি। মিরপুরের পর সিলেট ও চট্টগ্রামের একাধিক ভেন্যুতেও ‘বাংলাদেশ টাইগার্স’কে নিয়ে ক্যাম্প পরিচালনা করা হবে।
জাতীয় দলের নির্বাচক কমিটির মাধ্যমে বাছাই করা এই দলে যেমন মুশফিকুর রহিম-মুমিনুল হকের মত অভিজ্ঞরা আছেন, তেমনি ডিপিএলে চমক দেখানো পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কনের মত তরুণরাও আছেন। ২১ সদস্যের এই স্কোয়াডকে নিয়ে ক্যাম্পে মূলত টেকনিক ও বিভিন্ন পরিস্থিতিতে মনোবল দৃঢ় রাখার বিষয়ে জোর দেওয়া হবে। পরবর্তীতে বিসিবির এইচপি দলের বিপক্ষে বাংলাদেশ টাইগার্সের ম্যাচ আয়োজনের কথাও জানা গেছে।
এই দলে মুশফিক, মুমিনুল ছাড়াও আরও আছেন শেষ সময়ে গিয়ে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়া মোহাম্মদ সাইফউদ্দিন। যদিও তাকে বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে তখন বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিসিবিকে তবে বাংলা টাইগার্সের স্কোয়াডে তাকে রাখা হয়েছে।
আরও আছেন টি-টোয়েন্টি দলের পরিকল্পনায় না থাকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অপরদিকে জাতীয় দলের বাইরে থাকলেও ডিপিএলে দুর্দান্ত ব্যাট করে যাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। পাশাপাশি ডিপিএলে আলো ছড়ানো বিজয়, ইমন, অঙ্কনসহ সোহানুর রহমান সোহান, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা ও নাহিদ রানা বাংলাদেশ টাইগার্সে ডাক পেয়েছেন।
বাংলাদেশের স্কোয়াড:
এনামুল হক বিজয়, হাসান মুরাদ, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, নাঈম হাসান, মুমিনুল হক, তাইজুল ইসলাম, শাহদাত হোসেন দিপু, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকির হাসান, নাসুম আহমেদ, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, আবু হায়দার রনি, খালেদ আহমেদ এবং নাহিদ রানা।
আরও পড়ুন: পাটেলের লক্ষ্য বাংলাদেশকে হোয়াইটওয়াস করার
ক্রিফোস্পোর্টস/২৫ মে ২০২৪/এমএ