মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদকে নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছিলো। সে গুঞ্জন সত্যি হলো না। বাদ পড়া মিরাজ বাদই থাকলেন। আর তাসকিন দলেই থাকলেন। বাদ পড়ার তালিকায় যুক্ত হয়েছেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নাজমুল হাসান শান্তর নেতৃত্বে ঘোষিত এই দলের সহঅধিনায়ক রয়েছেন তাসকিন আহমেদ। রিজার্ভেও রাখা হয়নি মিরাজকে। আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ আছেন রিজার্ভে। এতো বাজে খেলেও বাদ পড়েননি লিটন।
মাহমুদউল্লাহ রিয়াদে ভরসা রেখেছে ম্যানেজম্যান্ট। রিশাদ, জাকিরের সাথে সাথে দলে আছেন তানভির ইসলামও। তানজিদ তামিম ও তাওহীদ হৃদয়কে রাখা আগেই অনুমেয় ছিল। আজ মঙ্গলবার এই দল ঘোষণা হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, জাকের আলী, তানভির ইসলাম, শেখ মাহাদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম সাকিব।
রিজার্ভ: আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ।
আরও পড়ুন: আরেক দলও বাদ পড়লো আইপিএল থেকে, কার পয়েন্ট কত?
ক্রিফোস্পোর্টস/১৪মে২৪/এজে