Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের নেতৃত্বে কে জানাল বিসিবি

Bangladesh team and Faruq Ahmed
বাংলাদেশ দল এবং ফারুক আহমেদ। ছবি- সংগৃহীত

২০২৩ সালে ব্যাট হাতে দারুন ছন্দ ছিলেন নাজমুল হোসেন শান্ত। তারপরেই বাংলাদেশের অধিনায়কত্ব থেকে সাকিব আল হাসান সরে দাঁড়ালে তিন ফরমেটে নেতৃত্বের দায়িত্ব পান শান্ত। এর কিছুদিন পর থেকেই শুরু হয় এই টাইগার ক্রিকেটারের ব্যাটিংয়ে দুর্দশা। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর শোনা যাচ্ছিল অধিনায়কত্বের দায়িত্ব ছাড়তে যাচ্ছে শান্ত।

অবশ্য গেল বছরের শেষ পর্যন্ত এই খবর অনেকটা গুঞ্জন হয়ে থেকে যাচ্ছিল। তবে নতুন বছরের শুরুতেই শোনা গেছে শান্তর দায়িত্ব ছাড়ার খবর। যা বিসিবি কর্মকর্তার বরাত দিয়ে নিশ্চিত করেছিল ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় প্ল্যাটফর্ম ক্রিকবাজ। যদিও সেখানে বলা হয় কেবল টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়াতে চান শান্ত। এছাড়া ডিসেম্বরেই অধিনায়কত্বের মেয়াদ শেষ হয়েছে এই টাইগার ক্রিকেটারের।

এদিকে জানা যায় সাম্প্রতিক সময়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয়নি এই টাইগার অধিনায়কের। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে অধিনায়কত্ব ইস্যুতে বিসিবি প্রধানের সঙ্গে কথা বলেন শান্ত। টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব ছাড়ার পর গুঞ্জন শোনা যায় নিজের ব্যাটিংয়ে মনোযোগী হতে বাকি ফরম্যাট গুলোর দায়িত্বও ছাড়তে পারেন তিনি।

আগামী মাস থেকে পাকিস্তানের মাটিতে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। সেখানে টাইগারদের নেতৃত্বে নতুন কেউ থাকবেন কিনা এমন প্রশ্ন জেগেছিল সকলের মাঝে। তবে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ সকল বিষয় পরিষ্কার করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তই থাকছেন অধিনায়ক হিসেবে।

আরও পড়ুন:

» থিসারার সেঞ্চুরির পরও হারল ঢাকা, দ্বিতীয় জয় মিরাজদের

» সাকিবের দলে ফেরা নিয়ে বিসিবি সভাপতির ইতিবাচক বার্তা

শান্তর ওয়ানডে ফরমেটে নেতৃত্ব প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘আমি এখনও মনে করি যে সে দলের বাইরে চলে গিয়েছিল ইনজুরির জন্য। যখন সে ফিরবে, তখন সে অধিনায়ক হিসেবেই থাকবে। আপনারা বলেছেন ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। আমরা মনে করছি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্তই অধিনায়ক থাকবে। ওর অধিনায়কত্ব না নেওয়ার কোনো কারণ দেখছি না।’

টি-টোয়েন্টি ফরমেটে শান্তর নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সে আগেই জানিয়েছিল টি-টোয়েন্টির জন্য কমফোর্টেবল না। অনেক আগে আমাকে প্রথম বলেছিল। ওই ব্যাপারে আমরা আরেকজন ক্যাপ্টেনের কথা চিন্তা করছি। যদিও (আন্তর্জাতিক) টি-টোয়েন্টি এখনও বেশ দূরে। আরও প্রায় ছয় মাস পরে। তাই টি-টোয়েন্টি এই মুহূর্তে ইস্যু না।’

নভেম্বরে আফগান সিরিজে কুঁচকির ইনজুরিতে পড়ে ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করেছেন শান্ত। এনসিএল টি-টোয়েন্টি ও বিপিএল দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন এই টাইগার ক্রিকেটার। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের নেতৃত্বে দেখা যাবে তাকেই।

ক্রিফোস্পোর্টস/৪জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট