বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অনেকে। বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, সাধারণ মানুষ, শিক্ষক-শিক্ষার্থী- যে যেভাবে পারছেন সাহায্য করছেন। দেশের এমন অবস্থায় বন্যার্ত মানুষের পাশে দাড়িয়েছে দেশের অন্যতম ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বন্যার্তদের জন্য এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।
আজ (শনিবার) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বন্যার্তদের এক কোটি টাকা অনুদানের বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। টাকা দেওয়ার পাশাপাশি অন্যান্য প্রয়োজনেও বিসিবি বন্যার্তদের পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি।
ফারুক আহমেদ বলেন, ‘আপাতত আমরা একটা অ্যামাউন্ট চিন্তা করেছি। এর পাশাপাশি সবসময়ই আমরা বন্যার্তদের পাশে থাকতে চাই। প্রথমে আমরা এক কোটি টাকা দেওয়ার পরিকল্পনা করেছি।’
আরও পড়ুন:
» বাবা হলেন আফ্রিদি, উইকেট পেয়ে সন্তানকে উৎসর্গ করে উদযাপন
» দিনের শেষদিকে উইকেট নিল বাংলাদেশ, ৯৪ রানে পিছিয়ে পাকিস্তান
এর আগে গতকাল (২৩ আগস্ট) বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় বিসিবি। এক বিবৃতিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমরা বন্যা কবলিতদের নিয়ে চিন্তিত। এই দু:সময়ে তাদের পাশে দাঁড়াবে ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে তাদেরকে সাহায্য ও ত্রাণ পৌঁছে দিতে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এই কঠিন সময়ে সব ধরনের সহায়তার জন্য বিসিবি নিবেদিত ও প্রস্তুত আছে। সকলের প্রতি আমাদের আহ্বান, নিজ নিজ জায়গা থেকে সবার প্রচেষ্টা যেন অব্যাহত থাকে।
বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। বন্যার পানিতে অনেকটা ডুবে গেছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়িসহ দেশের অন্তত ১৩টি জেলা। সেখানে পানিবন্দি লাখ লাখ মানুষ। তাদের উদ্ধারে কাছে করে যাচ্ছে অনেকেই। দেশের সকল প্রান্ত থেকেই মানুষজন সাহায্যের হাতে বাড়িয়ে দিয়েছে।
ক্রিফোস্পোর্টস/২৪আগস্ট২৪/বিটি