Connect with us
ক্রিকেট

দুই তারকাকে ছাড়াই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল বিসিবি

Bangladesh Odi Team
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া সম্প্রতি ইনজুরিতে পড়েছেন ব্যাটার তাওহীদ হৃদয়। এতে দুজনকেই ওয়ানডে সিরিজে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়। অবশেষে এই দুই তারকা ব্যাটারকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (২ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে থাকছেন না শান্ত ও হৃদয়। শান্তর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদি মিরাজের নেতৃত্বেই খেলবে টাইগাররা।

এই সিরিজে নতুন মুখ আফিফ হোসেন ধ্রুব। প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন এই মিডল অর্ডার ব্যাটার। এছাড়া এই সিরিজে ডাক পেয়েছেন ওয়ানডেতে এখনো অভিষেকের অপেক্ষায় থাকা পারভেজ হোসেন ইমন। তবে সর্বশেষ আফগানিস্তান সিরিজে খেলা ওপেনার জাকির হাসান বাদ পড়েছেন।

আরও পড়ুন:

» দল পেয়েও খেলবেন না তামিম, নাম কে দিয়েছে জানেন না তিনি 

» জ্যোতি বললেন ‘অনেক রান হয়েছে’, পরের বলেই ফাহিমার ব্রেক থ্রো

এদিকে ইনজুরির কারণে আগেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ সিনিয়র ব্যাটার মুশফিকুর রহিম। এছাড়া সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান।

আগামী ৮ ডিসেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। এক দিন করে বিরতি দিয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে যথাক্রমে ১০ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হবে এবং ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায়।

বাংলাদেশের ওয়ানডে দল :

মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট