Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল বিসিবি

Bangladesh Women T-20 Team
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সমাপ্ত হয়েছে। এই সিরিজের সফরকারীদের ৩-০ ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে টাইগ্রেসরা। এবার মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আজ (সোমবার) আসন্ন এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)। যেখানে রিজার্ভ ক্রিকেটার হিসেবে আরো তিনজনকে রাখা হয়েছে।

এই সিরিজ দিয়ে দুই বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন শারমিন আক্তার সুপ্তা। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ব্যাট হাতে চমক দেখিয়েছেন তিনি। তিন ম্যাচে ৭০.৩৩ গড়ে ২১১ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার। এছাড়া এক বছরেরও বেশি সময় পর দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।

আরও পড়ুন:

» প্রথমবারের মতো আইরিশ নারীদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

» দুই তারকাকে ছাড়াই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল বিসিবি

এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ানডে সিরিজে খেলা পেসার মারুফা আক্তার ও স্পিনার সুলতানা খাতুন। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন জান্নাতুল ফেরদৌস সুমনা ও ফারিহা ইসলাম তৃষ্ণা। এছাড়া চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন ওপেনার সাথী রানী।

আগামী ৫ ডিসেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর একদিন করে বিরতি দিয়ে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি যথাক্রমে ৭ ও ৯ ডিসেম্বর মাঠে গড়াবে। এই সিরিজের সবগুলো ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল :

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, জাহানারা আলম, ফারিহা ইসলাম তৃষ্ণা, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।

রিজার্ভ : দিশা বিশ্বাস, শামিমা সুলতানা, শারমিন সুলতানা।

ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট