Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সহ-অধিনায়কের নাম ঘোষণা করল বিসিবি

BCB announces vice-captain for Champions Trophy
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর ডেপুটি হিসেবে থাকবেন মিরাজ। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আজ রাতেই দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। তবে দেশ ছাড়ার আগে টুর্নামেন্টটির জন্য টাইগারদের সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক করা হয়েছে মেহেদি হাসান মিরাজকে। আসন্ন এই টুর্নামেন্টে নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে কাজ করবেন এই অলরাউন্ডার।

বাংলাদেশের বয়সভিত্তিক দল, জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে মিরাজের। যদিও জাতীয় দলের অভিজ্ঞতা খুব বেশি নয়। দলের নিয়মিত অধিনায়ক শান্তর অনুপস্থিতিতে গত নভেম্বরে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে টাইগারদের নেতৃত্বে ছিলেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন:

» ১৬তম সদস্য হিসেবে দলের সঙ্গে আছি : লিটন

» ১৬তম সদস্য হিসেবে দলের সঙ্গে আছি : লিটন 

তবে অনেকদিন ধরেই বাংলাদেশের অধিনায়কের ভাবনায় ছিল মিরাজের নাম। বিশেষ শান্তর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন উঠলে নতুন নেতৃত্বের বিবেচনায় মিরাজ এগিয়ে ছিলেন। যদিও শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়েননি শান্ত এবং তার অধীনেই টুর্নামেন্টে অংশ নেবে তাকে। আর তার সহকারী হিসেবে থাকবেন মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে সদ্য সমাপ্ত বিপিএলে খুলনা টাইগার্সকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ। তার দুর্দান্ত নেতৃত্বে দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত উঠেছিল ফ্রাঞ্চাইজিটি। যদিও অল্পের জন্য চিটাগংয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তার দল। তবে সুযোগ পেলে বিপিএলের অভিজ্ঞতাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে লাগাতে পারবেন এই অলরাউন্ডার।

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আজ রাতেই ঢাকা ত্যাগ করবে টাইগাররা। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে। পরদিন দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে শুরু করবেন শান্ত-মিরাজরা।

ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট