চলতি মাসেই সাদা ও লাল বলের সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। এই সফরে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে দুটি তিনদিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বয়সভিত্তিক দলটি।
এই সিরিজকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে স্ট্যান্ডবাই হিসেবে আরও চার ক্রিকেটারকে রাখা হয়েছে।
১৬ সদস্যের দলে সাতজন ব্যাটার, তিনজন অলরাউন্ডার ও ছয়জন বোলার রাখা হয়েছে। দেশের ক্রিকেটে লেগস্পিনারের মান বাড়াতে যুবাদের এই দলেও নজর রয়েছে বিসিবির। এই সিরিজে তিন লেগ স্পিনারকেও রাখা হয়েছে।
আরও পড়ুন:
» ২০৩৪ বিশ্বকাপ সামনে রেখে বৃহৎ স্টেডিয়াম তৈরির ঘোষণা সৌদির
» অ্যান্টিগায় হাসান মুরাদের হ্যাটট্রিক, বাংলাদেশের ভালো প্রস্তুতি
এই সিরিজে যুবাদের প্রধান কোচ হিসেবে থাকছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ আব্দুল করিম জুয়েল। এছাড়া সাবেক দুই ক্রিকেটার তুষার ইমরান ও হাসিবুল হোসেনও কোচিং প্যানেলে থাকবেন।
আগামী ২১ নভেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে অনূর্ধ্ব-১৭ দল। এরপর দুইদিন অনুশীলনের পর ২৪ নভেম্বর সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। এরপর ২৬ ও ২৮ নভেম্বর যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সাদা বলের সিরিজ শেষে মাঠে গড়াবে লাল বলের সিরিজ। আগামী ১ থেকে ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রথম তিনদিনের ম্যাচ। এরপর ৬ থেকে ৮ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় তিনদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল : আব্দুল্লাহ আল মুহি, ফেরদৌস কবির, হৃদয় হোসেন, ফারহান সাদিক, অদ্রিত ঘোষ, এহসানুল হক মাহিম, রকিব খান, মাহিনুজ্জামান মাহবির, আতিকুর রহমান আকাশ, রাকিবুল হাসান, আল আমিন হোসেন, আব্দুর রহিম, আল রাফি, মাহির ইসমাম চৌধুরী, ইমরান হোসাইন ও সৌরভ কর্মকার।
স্ট্যান্ডবাই : ফাইয়াজ রহমান, কাউসার আহমেদ, এহসানুল মুমিন ও মুবাচ্ছির ইসলাম মুনিম।
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৪/বিটি