বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নাথান কিয়েলি। এই অস্ট্রেলিয়ানকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (সোমবার) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
নাথান কিয়েলি অস্ট্রেলিয়ার স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং অ্যাসোসিয়েশনের লেভেল ২ সার্টিফিকেটধারী। পেশাদার ক্রিকেট ও রাগবিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
কিয়েলি ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত একটি স্পিড অ্যান্ড অ্যাজিলিটি অ্যাকাডেমিতে স্পিড এবং অ্যাজিলিটি কোচ হিসেবে কাজ করেছেন। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন।
অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশ লিগের দল সিডনি সিক্সার্সে কাজ করেছেন কিয়েলি। সবশেষ তিনি ব্রিসবেন রাগবি দলের স্পিড এবং রিকন্ডিশনিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া রাগবি দল এনএসডব্লিউ ব্লুজের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
আগামী ১৫ এপ্রিল বাংলাদেশ দলে যোগ দেবেন কিয়েলি। যার ফলে আসন্ন জিম্বাবুয়ে সিরিজেই বাংলাদেশের দায়িত্বে দেখা যাবে এই অভিজ্ঞ কোচকে।
আরও পড়ুন: হাথুরুসিংহে দায়িত্বে থাকলে জাতীয় দলে ফিরবেন তামিম?
ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৪/এমটি