পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ২-০ তে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতেছে বাংলাদেশ। স্বাগতিকদের দ্বিতীয় টেস্টে হারানোর পরপরই অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন দিয়ে দলকে অভিনন্দন জানান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শান্তরা দেশে ফেরার পর পুরো দলের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানিয়েছিলেন ইউনূস।
পূর্বের কথা অনুযায়ী, জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আগামীকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন শান্ত-মিরাজরা। বিসিবির একাধিক সূত্র সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়া ক্রিকেটারদের সঙ্গে থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ। এছাড়া কয়েকজন বিসিবি পরিচালকও থাকতে পারেন।
আরও পড়ুন:
» আইসিসি থেকে নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশি আম্পায়াররা
» ১৬ বছর আগের মিরপুরের স্মৃতিচারণ ভারতে বসে করল নিউজিল্যান্ড
গত ২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের দেখা পায় বাংলাদেশ। স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় টাইগাররা। এরপর ৩ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টও জিতে নেয় সফরকারীরা। সিরিজ নির্ধারণী এই ম্যাচে ৬ উইকেটে জায় পায় শান্তবাহিনী।
সিরিজের জয়ের পর শান্তকে ফোন করে ড. ইউনূস বলেছিলেন, ‘আমার ও সরকারের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।’
দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফর করবে বাংলাদেশ দল। তার আগেই ক্রিকেটারদের সঙ্গে করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা।
ক্রিফোস্পোর্টস/১১সেপ্টেম্বর২৪/বিটি