স্টুয়ার্ট ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব ছাড়ার পর এবার স্থায়ীভাবে নতুন কোচ নিয়োগ দিল বিসিবি। যুবাদের দায়িত্বে দুই বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে শ্রীলঙ্কান কোচ নাভিদ নেওয়াজের। নতুন অ্যাসাইনমেন্ট হলেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে তার সম্পর্ক পুরনো।
২০১৮ সালে প্রথম দফায় বাংলাদেশ যুব দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন নাভিদ। তার অধীনেই দক্ষিণ আফ্রিকায় ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। দেশের ক্রীড়াঙ্গনে সবথেকে বড় অর্জন এখন পর্যন্ত সেটাই। ২০২২ সালে শ্রীলঙ্কার সহকারী কোচের দায়িত্ব পেয়ে নিজ দেশে ফিরে গিয়েছিলেন নাভিদ।
এবার আরও একবার সেই নাভিদ নেওয়াজের উপরেই ভরসা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ১ জুলাই থেকে বিসিবির গেম ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন এই লঙ্কান। অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোর ব্যাটিং কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করবেন নাভিদ।
সাম্প্রতিক সময়ে বেশ কিছু বার দেশের হয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন নাভিদ নেওয়াজ। তেমনি এক সফরে তিনি বলেছিলেন, ‘ফিরতে পেরে ভালো লাগছে। বাংলাদেশে চার বছর খুব উপভোগ করেছি। দারুণ সময় ছিল। আমার মনে হয় আমার চার বছরে বাংলাদেশকে কিছু দিতে পেরেছি, সুবিচার করতে পেরেছি।’
এর আগে নাভিদ বাংলাদেশ যুবদলের দায়িত্ব ছাড়ার পর দুই দফায় বিশ্বকাপ খেলেও আশানুরূপ ফলাফল আনতে ব্যর্থ হয় টাইগাররা। স্টুয়ার্ট ল এর অধীনে একটি এশিয়া কাপ জয় করার সুখ স্মৃতি থাকলেও বিশ্বকাপের পুরনো সেই স্মৃতি আর পুনরুদ্ধার করতে পারেনি দল। এবার সেই আক্ষেপ ঘুচাতেই যেন নিজেদের বিশ্বকাপ জয়ী কোচকে ফিরিয়েছে বিসিবি।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে মুস্তাফিজকে শুভকামনা জানিয়েছে চেন্নাই
ক্রিফোস্পোর্টস/১জুন২৪/এফএএস