এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণার কথা ছিলো আগেই। তবে আগামীকাল সোমবার (৩১ জুলাই) শুরু হচ্ছে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। ৩২ জনের ক্যাম্প থেকে বাছাই করে আগামী সপ্তাহে দেয়া হবে ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াড।
রবিবার (৩০ জুলাই) এসব তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তামিম ইকবালের ইনজুরির আপডেট পাওয়ার পর তার বিষয়ে সিদ্ধান্ত হবে।
তবে অধিনায়ক তামিমের ইনজুরি, মাহমুদউল্লাহসহ অন্য ক্রিকেটারদের ফিটনেস সম্পর্কে জানতে অপেক্ষায় আছেন নির্বাচকরা। নাম না জানালেও ক্যাম্পের জন্য ৩২ ক্রিকেটারকে ডেকেছে বিসিবি। এদের থেকেই বেছে নেয়া হবে ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াড। ৮ই আগস্ট শুরু হবে অনুশীলন।
দল নির্বাচন প্রক্রিয়া নিয়েও কথা বলেছেন প্রধান নির্বাচক। শুধু নির্বাচকদের ওপর দায় চাপানোর কোন সুযোগ নেই, দাবি নান্নুর। ইমার্জিং কাপে সৌম্য- নাঈমদের চাইতে তরুণরাই নির্বাচকদের বেশি নজর কেড়েছেন।
আরও পড়ুন: রিয়ালকে গোলে ভাসাল বার্সা
ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৩/এজে