বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি টুর্নামেন্ট আয়োজন করবে, আর সেখানে নাটক হবে না তা কখনো হয়? তাই তো সিদ্ধান্ত গ্রহণের কদিনের মধ্যেই ঘুরে গেল নারীদের বিপিএল মাঠে গড়ানোর তোড়জোড়। নারীদের বিপিএল আয়োজনের কথা জানিয়েও শেষ পর্যন্ত বিসিবি বলছে আপাতত হচ্ছে না নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ।
এর আগে তিন দল নিয়ে নারীদের বিপিএল আয়োজনের কথা জানিয়েছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বলা হয়েছিল ফেব্রুয়ারিতে মেয়েদের এই টুর্নামেন্ট আয়োজন হতে পারে। পারিশ্রমিক নিয়েও আলাপ হয়েছিল। তবে এসবের কিছুই বাস্তবায়িত হচ্ছে না।
বিসিবির সিদ্ধান্তের পর রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস দল নিতে চেয়েছে এমন খবরও প্রকাশ হয় গণমাধ্যমে। নারীদের সর্বোচ্চ পারিশ্রমিক ৫ লাখ টাকা করা হবে। একজন বিদেশি খেলানোর পরিকল্পনার কথাও জানা যায়। কিন্তু এসব খাতা-কলমেই রয়ে গেল।
আরও পড়ুন:
» বিশ্বমঞ্চে বাংলাদেশ-ভারত ম্যাচসহ আজকের খেলা (২৬ জানুয়ারি ২৫)
» বিপিএল ২০২৫ : একনজরে ঢাকার শেষ পর্বের ম্যাচসূচি
সবশেষ শনিবার (২৫ জানুয়ারি) বিসিবির ১৭তম পরিচালনা পর্ষদের সভা শেষে জানানো হয়েছে, আপাতত হচ্ছে না মেয়েদের বিপিএল। ছেলেদের বিপিএল আয়োজন করতে গিয়ে অনেক বিতর্ক এসেছে। নারীদের বিপিএল আয়োজনের ক্ষেত্রে তাই তাড়াহুড়ো করতে চায় না বিসিবি।
সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, ‘তাড়াহুড়ো না করার সিদ্ধান্ত হয়েছে।’ এতে অঙ্কুরেই শেষ হলো নারী ক্রিকেটারদের বিপিএল খেলার আশা।
বিসিবির ওই সভায় নতুন বেশকিছু সিদ্ধান্ত হয়েছে। বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। একইসঙ্গে বিসিবির নারী উইংয়ের দায়িত্বও তার কাঁধে তুলে দেয়া হয়েছে।
আরও পড়ুন:
» এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের জয়, মনে করালেন রোনালদোর কথা
» বাংলাদেশের হয়ে কবে মাঠে নামছেন হামজা, জানালেন নিজেই
এছাড়া আরো বেশ কয়েকটি পদে রদবদল এসেছে। বিসিবির ফিন্যান্স, গেম ডেভলপমেন্ট ও লজিস্টিক এন্ড প্রটোকল বিভাগের দায়িত্বে ফাহিম সিনহা, টুর্নামেন্ট এবং ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বে আকরাম খান, ডিসিপ্লিনারি ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির দায়িত্বে সাইফুল আলম স্বপন চৌধুরি, গ্রাউন্ডস ও টেন্ডার কমিটির দায়িত্বে মাহবুব আনাম, মেডিকেল কমিটির দায়িত্বে মঞ্জুরুল আলম।
বিসিবির মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির নিজের কাছেই রেখে দিয়েছেন বিসিবি বস ফারুক আহমেদ। এছাড়া আগে থেকেই আম্পায়ার্স কমিটির দায়িত্বে থাকা ইফতেখার রহমান মিঠু এবার মিডিয়া কমিটির দায়িত্বও পেয়েছেন।
ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৫/এজে