Connect with us
ক্রিকেট

দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন বিসিবি প্রধান

Faruque Ahmed bcb president
ফারুক আহমেদ। ছবি- সংগৃহীত

ঢাকা পর্ব শেষে বর্তমানে বিরতিতে রয়েছে বিপিএলের এবারের আসর। টুর্নামেন্টের শুরু থেকেই এবার মাঠের ক্রিকেট মাতিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। তবে মাঠের খেলার বাইরে ভিন্ন এক বিতর্ক নিয়ে অস্বস্তিতে পড়েছে ক্রিকেট বোর্ড। বিসিবি প্রধান ফারুক আহমেদের বিরুদ্ধে দুর্ব্যবহার করার অভিযোগ এনেছেন পরিচালক এবং গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম।

এর আগে বিপিএল চলাকালেই শোনা যায় ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তাদের সামনেই ফাহিমের সঙ্গে দুর্ব্যবহার করেছেন ফারুক আহমেদ। এই বোর্ড পরিচালককে অপদস্ত করে উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন বিসিবি প্রধান। এমনকি পরিচালকদের মতামত উপেক্ষা করা ও স্বাধীনভাবে তাদের কাজ করতে দিতে বাধা দেয়ার খবর আসছিল বিভিন্ন সূত্রে। এরপর দেশের এক বেসরকারি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে অনেকটা এমন অভিযোগই জানান ফাহিম।

যেখানে তিনি উল্লেখ করেছিলেন বিজিবি সভাপতি এমন কিছু কথা বলেছেন যা তিনি কখনও আশা করতে পারেননি। এমনকি স্বাধীনভাবে কাজ করতে না পারলে বিসিবি ছেড়ে দেওয়ার কথাও বলেন আক্ষেপ করে। এই সকল বিষয়ে জানতে চাইলে ফারুক আহমেদ বলেন, ‘পদত্যাগ করতে চায়নি (ফাহিম), কাজ করা কঠিন বলেছে। পদত্যাগ করতে চেয়েছে এমনটা আমি শুনিনি, যাইহোক ফাহিম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে।’

আরও পড়ুন:

» পিএসএল ড্রাফটের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশি ক্রিকেটার আছেন যারা

» সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, বিসিবি ছাড়তে চান ফাহিম!

নাজমুল আবেদীন ফাহিম সঠিকভাবে কাজ করতে না পারার যে অভিযোগ করেছেন তার বিপরীতে বিসিবি প্রধান বলেন, ‘এই বোর্ড কিন্তু ফাহিম ভাই আর আমাকে বোঝায়। আর যারা আছে তারা কিন্তু সবাই পুরাতন। কাজের মাত্রা বেশি লোক সংখ্যা কম। তখন অনেক দিকে নজর দিতে হয়। তো সেখানে ভুল বুঝে একটা অবস্থা তৈরি হতে পারে। ওই জিনিস থেকেই হয়তো চিন্তা করছেন কাজ ঠিকমতো করতে পারছেন না।’

এরপর বোর্ড পরিচালকের সঙ্গে দুর্ব্যবহার করা নিয়ে তিনি বলেন, ‘দুর্ব্যবহার এটা তো আসলে একটা আপেক্ষিক টার্ম। আপনাকে একটা ঘুষি মারলে দুর্ব্যবহার, ছোট্ট একটা কথা বললেও দুর্ব্যবহার। তবে বিষয়টা হচ্ছে, কথাটা আসলে জোরে বলেছি! এরকম কোন কথা বলেছি যেটা উনি পছন্দ করেননি। অনেক সময় অনেক জিনিস কথা বলে ঠিক করে ফেলা যায়।’

এর আগে সাক্ষাৎকারে নাজমুল আবেদীন ফাহিম নির্দিষ্ট করে জানাননি, ঠিক কী বলেছিলেন ফারুক আহমেদ। তবে তিনি উল্লেখ করেছিলেন এমন কিছু কথা তাকে বলা হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তাদের সামনে যা তাকে অবাক এবং হতাশ করেছে। পরিচালকদের যে জায়গাটা দেয়া দরকার সেটি বিসিবি প্রধান চান কিনা তা নিয়েও অস্পষ্টতা রয়েছে তার মাঝে। এমনকি তিনি বলেন, ঠিক মত যদি কাজই করতে না পারেন তবে বিসিবি ছেড়ে দেওয়া ভালো।

ক্রিফোস্পোর্টস/৫জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট