Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির আগ মুহূর্তে দায়িত্ব ছাড়লেন বিসিবির কোচ

Nic Pothas BCB assistant coach
নিক পোথাস। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র এক মাস। বৈশ্বিক এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে এসে দায়িত্ব ছেড়েছেন বিসিবির সহকারী কোচ নিক পোথাস। পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে গতকাল এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন পোথাস।

এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন এই প্রোটিয়া কোচ। তিন বছর মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত টাইগারদের সঙ্গে থাকার কথা থাকলেও দুই বছর না গড়াতেই দায়িত্ব ছাড়লেন তিনি। বিদায় বেলায় তিনি বাংলাদেশ দলকে মিস করার কথাও উল্লেখ করেন।

এক ফেসবুক পোস্টে দায়িত্ব ছাড়ার বার্তা দিয়ে তিনি লেখেন, ‘আই উইল মিস ইউ। সব ভালো জিনিসের মতো আমার অধ্যায়ও শেষ। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি, ইতিহাস গড়েছি এবং অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। পরবর্তীতে দেখা যাবে পরের অধ্যায়ে কী আছে।’


আরও পড়ুন:

» ব্রাজিলিয়ান তারকাকে দলে পেতে চান রোনালদো

» বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশের দুই খেলা

» নতুন চুক্তিতে আল নাসরের মালিকানা পেতে যাচ্ছেন রোনালদো!


বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়েছেন পোথাস। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটে সামনে অসাধারণ একটা বছর অপেক্ষা করছে। দলের সকলের জন্য শুভকামনা। তোমাদের মিস করবো।’ বাংলাদেশ দলের সঙ্গে অল্প সময়ে বেশ ভালো সম্পর্ক গড়ে তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক ক্রিকেটার ও কোচ।

বাংলাদেশ ক্রিকেটে যোগ দেয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ছিলেন এই নিক পোথাস। ২০১৮-১৯ মৌসুমে ক্যারিবীয়দের দায়িত্ব নেয়ার আগে ২০১৭-১৮ মৌসুমে শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশের সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত।

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের সহকারী কোচ হিসেবে পাকিস্তানের যাওয়ার কথা ছিল নিক পোথাসের। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র এক মাস আগে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। এই বিষয়ে এখন পর্যন্ত সরাসরি কোন মন্তব্য করেনি ক্রিকেট বোর্ড। তার বিকল্প হিসেবে নতুন কোন কোচকে দায়িত্ব দেওয়া হবে কিনা সে বিষয়েও তেমন কোন বার্তা আসেনি এখন পর্যন্ত।

ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট