আইরিশদের বিপক্ষে সিরিজ খেলতে গিয়ে ইংল্যান্ডের মাটিতে চোটে পড়েছিলেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। আঙুলের সেই চোট তাকে ছয় সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে দিয়েছে। যার ফলে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে পারবেন না অধিনায়ক সাবিক।
তবে সাকিবের মাঠে ফেরা নিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সাকিবের আঙুলের এক্স-রে রিপোর্ট দেখে এ সুখবর দেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী।
সংবাদ মাধ্যমকে দেবাশিস চৌধুরী বলেন, আমি সাকিবের এক্স-রে রিপোর্ট দেখেছি। রিপোর্ট ভালো বলা যায়। সাকিব আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামতে পারবে। তবে তার আগে ফিটনেস ঠিক করতে হবে।
বিসিবির প্রধান এই চিকিৎসক বলেন, সাকিবের ফিটনেস ঠিক করাই এখন মূল চ্যালেঞ্জ। ভাঙা আঙুল নিয়ে আর খুব একটা সমস্যা হবে না।
এদিকে বৃহস্পতিবার সকাল ৯ টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রবেশ করেন সাকিব। এরপর কিছু সময় জিম করে প্রায় ২০ মিনিট রানিং করেন।
প্রসঙ্গত, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী আগামী ৫, ৮ ও ১১ জুলাই ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। এরপর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই দুটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল।
আরও পড়ুন: এবার ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন
ক্রিফোস্পোর্টস/৮জুন২৩/এসএ