ভারত সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আসন্ন এই সফরে দুটি টেস্টের জন্য আজ (বৃহস্পতিবার) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই সিরিজে বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম। তার পরিবর্তে প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে ডাক পেয়েছেন জাকের আলি অনিক।
সর্বশেষ পাকিস্তান সফরে প্রথম টেস্ট খেলেন শরিফুল। তবে ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান এই বাঁহাতি পেসার। এবার একই কারণে ভারত সিরিজে টেস্ট দলে জায়গা হয়নি এই পেসারের।
পাকিস্তান সিরিজে গ্রোয়েন ইনজুরিতে পড়েছিলেন শরিফুল। এ ধরনের ইনজুরির ক্ষেত্রে ১০ দিনের মধ্যেই সেরে ওঠা সম্ভব। তবে শরিফুলের পুনর্বাসন প্রক্রিয়া ধীরগতিতে হওয়ায় এখনো পুরোপুরি ফিট হতে পারেননি তিনি।
আরও পড়ুন:
» ভারত সফরের টেস্ট দল ঘোষণা, একজনকে বাদ দিলো বিসিবি
» ইংলিশ কাউন্টিতে সারের হয়ে সাকিবের ফাইফারসহ ৯ উইকেট
ভারত সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করে যাচ্ছেন শরিফুল। তবে লম্বা সময় ধরে বোলিং করতে পারছেন না তিনি। এক্ষেত্রে কিছুটা ব্যথা অনুভব করছেন তিনি। ফলে টেস্টে সিরিজে বোলিং লম্বা স্পেলে বোলিং করতে পারবেন না এই পেসার।
এ প্রসঙ্গে বিসিবি নির্বাচক হান্নান সরকার বলেন, ‘শরিফুল শতভাগ ফিট নয়। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সে চোট পেয়েছিল। তাকে প্রক্রিয়ার মধ্যে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাকে ফিজিও-ট্রেনাররা দেখছেন। টেস্টে লম্বা স্পেলে বোলিং করতে হয়। তাই আমি বলব সে টেস্টের জন্য শতভাগ ফিট না। আমাদের টেস্ট দলে প্রতিদ্বন্দ্বিতা করার মতো বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে। তাই আমরা শরিফুলকে নিয়ে কোনো ঝুঁকি নেইনি।’
দুটি টেস্টের পরপরই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার ক্ষেত্রে আরো বেশ কয়েকদিন সময় বাকি রয়েছে। এর মধ্যে শরিফুল সেরে উঠলে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বাইশ গজে দেখা যাবে এই পেসারকে।
হান্নান বলেন, ‘টেস্টের পর আমাদের টি-টোয়েন্টি সিরিজও রয়েছে। যেহেতু শরিফুল সাদা বলের ক্রিকেটেও আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাই শতভাগ ফিট না হলে সেখানেও ঝুঁকি নেব না। তবে এর মধ্যে সেরে উঠলে টি-টোয়েন্টি সিরিজে সে খেলতে পারবে।’
ক্রিফোস্পোর্টস/১২সেপ্টেম্বর২৪/বিটি