Connect with us
ক্রিকেট

সাকিবের দলে ফেরা নিয়ে বিসিবি সভাপতির ইতিবাচক বার্তা

Shakib-Faruk
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে দলে পেতে চেষ্টা করবে বিসিবি। ছবি- সংগৃহীত

অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আন্তর্জাতিক টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের পর ওয়ানডেতে খেলার কথা থাকলেও গত আফগানিস্তান কিংবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে টাইগারদের রঙিন জার্সি গায়ে জড়ানো হয়নি তার। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা তা নিয়েও অনেকদিন ধরেই আলোচনা চলছে। এরই মধ্যে সাকিবকে নিয়েছে আশার বানী শোনালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে দলে পেতে চেষ্টা করবে ফারুক আহমেদের বোর্ড।

বাংলাদেশের টি-টোয়েন্টি জার্সিতে দেশের বাইরে থেকেই বিদায় নিয়েছেন সাকিব। তবে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন দেশের মাটিতেই। তবে শুরুতে অনুমতি মিললেও শেষ পর্যন্ত নিরাপত্তা শঙ্কার কারণে আর দেশে ফেরা হয়নি তার। এমনকি এবারের বিপিএল খেলতেও বাংলাদেশে আসতে পারেননি তিনি। তাই দেশের মাটিতে পুনরায় তার খেলার সম্ভাবনাও অনেক কম।

তবে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে বিদেশের মাটিতে। তাই সেখানে সাকিবের খেলতে কোনো বাধা দেখছেন না অনেকেই। আর সে কারণেই সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকবেন কি না এই আলোচনা বার বার উঠে আসছে।

আরও পড়ুন:

» বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন সাকিব!

» টিকিট বিক্রিতে এবার সতর্ক অবস্থানে বিসিবি

আজ শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় সাংবাদিকদের প্রশ্নে উঠে সাকিব প্রসঙ্গ উঠে আসে। এ সময় সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে ইতিবাচক বার্তা দেন বিসিবি বস। আইসিসির এই মেগা ইভেন্টে সাকিবকে দলে ফেরানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

ফারুক বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে। আমার মনে হয় এই বিপিএলের মাঝেই আমাদের নির্বাচকদের সঙ্গে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। আর সাকিব তো এখনো অবসরে যায়নি। সাকিব যদি অবসরে চলে যেত, তাহলে বলতাম ও আর নেই। কীভাবে ওর ইস্যুগুলো সমাধান করা যায় সেটা নিয়ে ও (সাকিব) মাঝে মাঝে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে।’

সাকিব ইস্যুতে মন্ত্রণালয় থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসলেই এগোতে পারবে বিসিবি। এরপর পরবর্তী পদক্ষেপ গুলো নেওয়া হবে। তিনি বলেন, ‘সাকিবের ব্যাপারগুলোয় আমার সাহায্য করাটা বিষয় না। এটা আগেও বলেছি, এখনও বলছি। এটা শুধুমাত্র সরকারি পর্যায় থেকে যদি নিদের্শনা আসে, ওর যে সমস্যাগুলো আছে, ওগুলো যদি ঠিক করতে পারে, তাহলে আমার মনে হয় এটা নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। এরপর আসবে তার ফিটনেস, মানসিক অবস্থা, সিলেকশন এগুলো আসবে।’

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে খেলেছিলেন সাকিব। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আর দেশে ফেরা হয়নি তার। আর সে সময় থেকেই জাতীয় দলের বাইরে এই টাইগার তারকা।

ক্রিফোস্পোর্টস/৩জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট