Connect with us
ক্রিকেট

নতুন স্পন্সর পেল বিসিবি

BCB Press
বিসিবি ও মেঘনা ব্যাংকের চুক্তিকালীন মুহূর্ত। ছবি : সংগৃহীত

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে বড় সুখবর পেল বিসিবি। চলমান সিরিজের দ্বিতীয় দিনেই মেঘনা ব্যাংক কতৃক পেল বড় অংকের স্পন্সরশীপ। মূলত এবারের আসন্ন ঢাকা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের জন্য স্পন্সর করেছেন মেঘনা ব্যাংক কতৃপক্ষ। এসকল দিক বিবেচনায় নিয়ে আজ (মঙ্গলবার) বিসিবির সাথে একবছরের জন্য আনুষ্ঠানিক ভাবে চুক্তি করেছে মেঘনা ব্যাংক।

আসন্ন ঢাকার এই তিন লিগের জন্য বিসিবির সঙ্গে মেঘনা ব্যাংকের চুক্তি হয়েছে ১ কোটি টাকার। আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও মার্কেটিং বিভাগের প্রধান ফাহিম সিনহা। এই চুক্তি অনুষ্ঠিত হওয়ার সময় মেঘনা ব্যাংকের প্রতিনিধিত্ব করেন উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কিমিও শাহাদাত এবং ব্যাংকটির মার্কেটিং বিভাগের প্রধান মোয়াজ্জেম হোসেন জুয়েল।

আর মাত্র তিনদিন পর অর্থাৎ চলতি মাসের ২৫ তারিখ থেকে মাঠে গড়াবে ঢাকার তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের এবারের আসর। এবারের টুর্নামেন্টে অংশ নেবে ২০ টি দল এবং ম্যাচ অনুষ্ঠিত হবে ১২৪ টি। চলতি আসরের ম্যাচ ভেন্যুগুলো হলো রূপগঞ্জ, কেরানীগঞ্জ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর ক্রিকেট একাডেমি, নারায়ণগঞ্জ।

অন্যদিকে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের এবারের আসর বসবে আগামী মাসের (নভেম্বর) ২০ তারিখ থেকে এবং শেষ হবে ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি। তৃতীয় বিভাগের ন্যায় দ্বিতীয় বিভাগেও ২০টি দল অংশগ্রহণ করবে এবং ১২৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের ম্যাচগুলো হবে রূপগঞ্জ, কেরানীগঞ্জ এবং বিকেএসপির ৩ ও ৪ নাম্বার মাঠে।

এছাড়াও তিন লিগের সর্বশেষ লিগ হলো প্রথম বিভাগ ক্রিকেট লিগ। যা অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ১২ জানুয়ারি এবং শেষ হবে ২৬ ফেব্রুয়ারিতে। তৃতীয় ও দ্বিতীয় বিভাগের মতো প্রথম বিভাগ ক্রিকেট লিগেও ২০ দল অংশ নিবে এবং ১২৪ ম্যাচের টুর্নামেন্ট হবে। প্রথম বিভাগ ক্রিকেট লিগের ম্যাচ ভেন্যু হলো রূপগঞ্জ ও কেরানীগঞ্জ এবং বিকেএসপির ৩ ও ৪ নাম্বার মাঠে।

আরো পড়ুন : মাঠে ফিরে আসায় নেইমারকে অভিনন্দন জানাল ব্রাজিল ফুটবল

ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট