এক সময় জনপ্রিয়তার শীর্ষে থাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০টি আসর পেরোলেও গুণগত মানের পরিবর্তন হয়নি এখনও। আম্পায়ারিং, ডিআরএস, হক আই এবং ধারাভাষ্যকার ঘিরে প্রতিবারই দর্শকের সমালোচনা মুখে পড়তে হয় এই টুর্নামেন্টকে।
তবে সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট রদবদলের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিসি) ব্যাপক পরিবর্তন হয়েছে। সভাপতিসহ দ্বায়িত্বে থাকা সব স্তরেই নতুন মুখ এসেছে বিসিবিতে। ফলে এবারের বিপিএলেও ব্যাপক পরিবর্তন হবে। টুর্নামেন্টটিকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে বড় পরিসরে পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বিসিবির নবনিযুক্ত সভাপতি ফারুক আহমেদ।
গতকাল (মঙ্গলবার) এক ভিডিও বার্তায় এবারের বিপিএল নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন ফারুক আহমেদ। তিনি বলেন, ‘ আমরা বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নতুন একটা সরকার পেয়েছি। আমরা চেষ্টা করেছি, এর আগের বিপিএলের চেয়ে আলাদা করার জন্য। আমরা এই জন্য অনেক পরিকল্পনা করেছি। আশা করি, এবারের অনেক ভালো হবে। আমার বিশ্বাস, সেটা সবাইকে সন্তুষ্ট করতে পারবে, আপনারা সবাই বিপিএল উপভোগ করবেন।’
ডিজিটাল বোর্ড সম্পর্কে বলতে গিয়ে ফারুক আহমেদ বলেন, ‘ যাদের ডিজিটাল রাইটস রয়েছে , আমরা তাদের বলেছি, আমাদের ডিজিটাল পেরিমিটার বোর্ড চাই। এছাড়াও টিভি প্রোডাকশনকে বলেছি, টিভিতে যারা খেলা দেখাবেন এবং প্রোডাকশন এই দুটোই যেন চমৎকার হয়। হক-আই, ডিআরএস—এগুলো সবই থাকবে এই আসরে।’
বাজে আম্পায়ারিংয়ের জন্য খেলার মোড় ঘুরে যাই। ভুল সিদ্ধান্তের কারণে ফলাফলেরও পরিবর্তন হতে। আর এই সমস্যার সম্মুখীন প্রতি বারই হয় বিপিএল। তবে আম্পায়ারিংয়ের উন্নত করা হবে বলে আশ্বাস দিয়েছেন ফারুক আহমেদ। তিনি বলেন, ‘ আম্পায়ারিং আমরা অনেক উন্নত করার চেষ্টা করছি। এবার বিদেশি আম্পায়ার থাকবে।’
জনপ্রিয়তা বৃদ্ধি করতে ধারাভাষ্যকার একটি টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘আপনারা সকলেই জানেন, ধারাভাষ্য খুব গুরুত্বপূর্ণ । এর মান উন্নত করতে আমরা অনেক চেষ্টা করছি। বড় নাম (তারকা ধারাভাষ্যকার) বিপিএলের সঙ্গে যুক্ত করতে প্রোডাকশনের সঙ্গে আলোচনা করেছি। সব দিকে দিয়ে দেখলে আমার মনে হয় দুর্দান্ত বিপিএল হতে চলেছে।’
এছাড়াও বিপিএল যে ৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে সেই স্টেডিয়ামের গুণগত মান উন্নত করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন বিসিবি বস ফারুক। তিনি বলেছেন, ‘আমরা চেষ্টা করছি, গ্যালারি যেন নোংরা না হয়।এছাড়াও পানির কিছু কর্নার থাকবে। সেই কর্নারে দর্শকের পানি পাবেন। পানি কর্নারের একটা নামও থাকবে, বিপিএল শুরু হলে আপনারা দেখতে পাবেন। আমরা চেষ্টা করবো পানিটা বিনা মূল্যে দেওয়ার। এছাড়া স্টেডিয়ামের ভেতরেও আমরা চেষ্টা করছি জিরো ওয়াস্টজোন গ্যালারি রাখতে। চেষ্টা করব সবকিছু পরিষ্কার রাখতে।’
প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিপিএলকে বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত থাকবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
উল্লেখ্য, চলতি বছরের ৩০ ডিসেম্বর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবং আগামী বছরের ৭ ফেব্রুয়ারি ট্রফি নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
আরও পড়ুন: বিপিএলকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে ভিন্নধর্মী পরিকল্পনা বিসিবির
ক্রিফোস্পোর্টস/১৩ নভেম্বর ২৪/এইচআই