সংযুক্ত আরব আমিরাতের মাটিতে গত ডিসেম্বরে যুব এশিয়া কাপ অনুষ্ঠিত হয়। এশিয়ার পরাশক্তি ভারতকে হারিয়ে এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। আর স্বাগতিক আরব আমিরাতকে ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ শিরোপা ঘরে তুলে বাংলাদেশের যুবারা।
এশিয়া জয় করে দেশে ফেরার পর রাব্বি-শিবলিদের সংবর্ধনা দিয়ে বরণ করে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর ক্রিকেটারদের সঙ্গে ডিনার পার্টিতে অংশ নেয় বিসিবি বস নাজমুল হাসান পাপন। এবার ক্রিকেটার এবং দলে যুক্ত থাকা কোচিং স্টাফদের বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।
যদিও বোনাস হিসেবে টাকার অঙ্কটা খুব বেশি বড় নয়। জানা যায়, প্রতিটি ক্রিকেটারকে বোনাস হিসেবে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়া কোচিং স্টাফদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
এশিয়া কাপের পর খুব একটা বিশ্রামের সুযোগ পায়নি বাংলাদেশের যুবারা। দেশে ফিরে ঘরোয়া ক্রিকেটেও অংশ নিয়েছিলেন কয়েকজন ক্রিকেটার। আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় পর্দা উঠতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের। যুবাদের এই মেগা আসরকে সামনে রেখে ইতোমধ্যে মিরপুরর অনুশীলন শুরু করেছে রাব্বি-শিবলিরা।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা, দেখে নিন স্কোয়াড
ক্রিফোস্পোর্টস/০৩জানুয়ারি২৪/এমটি