শ্রীলঙ্কার মাটিতে আসন্ন এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী জুলাইয়ের মাঝামাঝিতে মাঠে গড়াবে আসরটি। টাইগ্রেস স্কোয়াডের নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। এছাড়া দীর্ঘদিন পর দলে ফিরেছেন জাহানারা আলম।
এদিকে ৮ দল নিয়ে শুরু হবে এবারের টুর্নামেন্ট। দুই গ্রুপে চার দল করে ভাগ হয়ে খেলবে দলগুলো।
‘এ’ গ্রুপে— ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
‘বি’ গ্রুপে— শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ড।
আরও পড়ুন :
» ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে যা জানালেন সাকিব
» টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে কামিন্সের বিশ্ব রেকর্ড
আগামী ১৯ জুলাই পর্দা উঠছে নারী এশিয়া কাপের। মহাদেশীয় ক্রিকেটে শ্রেষ্ঠত্বের এ লড়াই শেষে ২৮ জুলাই পর্দা নামবে নারী এশিয়া কাপের এবারের আসরের।
১৫ সদস্যের বাংলাদেশ নারী দল-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আমেদ, রিতু মণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইশমা তানজুম, সাবিকুন্নাহার জেসমিন ও শরিফা খাতুন।
ক্রিফোস্পোর্টস/২৩জুন২৪/এসএ