শেখ হাসিনা সরকারের পদত্যাগে পর দেশের ক্রীড়াঙ্গনে অস্থিরতা বিরাজ করছে। দেশের অন্যতম ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলছে সংকট। সরকার পতনের পর বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সহ বেশ কয়েকজন পরিচালক আত্মগোপনে রয়েছেন। এর ফলে বিসিবির কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
বিসিবি সভাপতিসহ অন্যান্য পরিচালকদের অনুপস্থিতিতে বিসিবির কার্যক্রমে সাময়িক বাধা সৃষ্টি হলেও শীঘ্রই সবকিছু ঠিক হতে যাচ্ছে। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন।
সরকার পরিবর্তনের পর এবার বিসিবির পরিচালনা পর্ষদেও বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে। ইতোমধ্যে পদত্যাগ করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। বিসিবির সভাপতির পদ থেকে পাপনের পদত্যাগের বিষয়টিও জানা গেছে। এছাড়া পরিচালনা পর্ষদে যাদের কাজ প্রশ্নবিদ্ধ তারাও পদত্যাগ করতে পারেন।
আরও পড়ুন:
» বিশ্বকাপ সরিয়ে নেওয়ায় কষ্ট পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা
» বাংলাদেশ বনাম পাকিস্তান : প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
এ নিয়ে বুধবার (২১ আগস্ট) জরুরি বোর্ড সভার ডাক দিয়েছে বিসিবি। বিসিবির এক পরিচালকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম। বিসিবির পরিচালকদের এই সভায় উপস্থিত থাকতে মেইল পাঠানো হয়েছে।
জানা গেছে, এই সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। প্রথমত, এই সভায় অনলাইনে অংশ নেবেন বিসিবি সভাপতি পাপন। সেখানে তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন। এছাড়া আরো বেশ কয়েকজন পরিচালকও পদত্যাগের ঘোষণা দিতে পারেন।
ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৪/বিটি