অবশেষে প্রাণ ফিরে পেতে যাচ্ছে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম। দেশের ক্রীড়াঙ্গনে মাঠ সংকট নিরসনে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ যার মধ্যে রয়েছে এই স্টেডিয়ামটিও। আগামী সিজনেই স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিসিবির ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
এক সময় নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতো ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে। তবে অবহেলা, অসচেতনতা ও দায়িত্বহীনতার কারণে খেলার অযোগ্য হয়ে যায় স্টেডিয়ামটি। যার কারণে দীর্ঘ ৮ বছর কোন আন্তর্জাতিক ম্যাচ গড়ায়নি এই স্টেডিয়ামে। তাই এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিজস্ব অর্থায়নে সংস্কার হতে যাচ্ছে স্টেডিয়ামটি।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিসিবির ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর টিটু মাঠ সংস্কারের কাজ উদ্বোধন করেন। এ সময় তারা স্টেডিয়ামটিকে আগামী সিজনেই আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।
আকরাম খান বলেন,‘ এখানে আমাদের মাঠটা অনেক উঁচু করতে হবে। আমরা যতটুকু পারি মাঠটা উঁচু করে খেলার উপযোগী করে তুলবো। পরবর্তী সিজনেই আমরা মাঠটিতে আন্তর্জাতিক মানের ছোয়া নিয়ে আসতে পারবো।’
তানভীর টিটু জানান, ‘ বিসিবির অর্থায়নে বুয়েটের একটি দলের পরামর্শ অনুযায়ী সংস্কার কাজ শুরু করা হয়েছে। খেলাধুলা যেন পিছিয়ে না থাকে সেজন্য বিসিবির অর্থায়নেই আমরা কাজ শুরু করে দিয়েছি।
সর্বশেষ ২০১৬ সালে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই স্টেডিয়ামে। এরপর জলাবদ্ধতায় খেলার অযোগ্য হয়ে যাওয়ার কারণে আর মাঠে গড়ায়নি কোন আন্তর্জাতিক ম্যাচ।
আরও পড়ুন: বিশ্বকাপের মাঝপথে কেন ঢাকায় সাকিব?
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৩/এমটি/জেএস/এমএ