দেখতে দেখতে প্রায় শেষ দিকে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। চলতি আসরের গ্রুপপর্ব শেষ। তিন দলের বিদায় নিশ্চিত হওয়ার পর চার দল প্লে-অফ ও এলিমিনেটর পর্বে উঠেছে। কিন্তু এলিমিনেটর ও প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচের টিকিটের মূল্য বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) টিকিটের দাম বাড়িয়ে মূল্য ঘোষণা করেছে বিসিবি। আগামীকাল ২৪ ফেব্রুয়ারি থেকে টিকিট বিক্রি শুরু হবে। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন টিকিট কাউন্টারে, গেট নং-১, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং শহীদ সোহরাওয়াদী ইনডোর স্টেডিয়ামের পাশে পাওয়া যাবে টিকিট।
নতুন ঘোষণা অনুযায়ী গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২,৫০০ টাকা। আর ভিআইপি স্ট্যান্ড ১৫০০ টাকা। ক্লাব হাউজের টিকিট ৮০০ টাকা এবং নর্থ ও সাউথ স্ট্যান্ড- ৫০০ টাকা। তবে সর্বনিম্ন দাম ইস্টার্ন স্ট্যান্ডের ৩০০ টাকা।
এর আগে গ্রুপপর্বে নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ছিল ৪০০ টাকা। আর ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট পাওয়া যাচ্ছিলো ২০০ টাকায়। এই দুই ক্যাটাগরির টিকিটের দাম ১০০ টাকা করে বাড়িয়েছে বিসিবি।
আগামী সোমবার (২৬ ফেব্রুয়ারি) এলিমিনেটর ও প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে। দুপুর ১টা ৩০ মিনিটে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টুর্নামেন্টের নিয়ম মতো এলিমিনেটর ম্যাচে হেরে যাওয়া দলটি টুর্নামেন্ট থেকে বিদায় নিবে। ওই ম্যাচে মুখোমুখি হবে বরিশাল-চট্টগ্রাম।
আর পয়েন্ট টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্স এবং দ্বিতীয়স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম কোয়ালিফাইয়ারে লড়বে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এ ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালের টিকিট পাবে। প্রথম কোয়ালিফাইয়ারে হেরে যাওয়া দলের ফাইনালে খেলার সুযোগ থাকছে।
এলিমিনেটরের বিজয়ী দলের সাথে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে প্রথম কোয়ালিফাইয়ারে হেরে যাওয়া দলটি। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হবে ২৮ ফেব্রুয়ারি। এ ম্যাচের বিজয়ী দল ফাইনালে নাম লেখাবে। ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিপিএলের দশম আসর।
আরও পড়ুন: ম্যাচের সেরা বোলার তাইজুল ম্যাচ শেষে যা বললেন
ক্রিফোস্পোর্টস/২৩ফেব্রুয়ারি২৪/এজে