কুয়াশা জড়ানো শীতের তাণ্ডবে কাঁপছে পুরো দেশ। কনকনে ঠান্ডার মাঝেও ক্রিকেট উন্মাদনা কম নেই এদেশের ক্রিকেট প্রেমীদের। সেই ধারাবাহিকতায় কনকনে শীতের মধ্যেই ছুটির দিনে খেলা দেখতে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভিড় জমিয়েছে দর্শকরা। তবে শুক্রবার সরকারি ছুটির দিনে ব্যাংক বন্ধ থাকায় অনলাইন টিকিট পেতে ছিল সংকট। ফলে এদিন টিকিট কাউন্টারে ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ভিড়।
টিকিট বুথে ভিড় থাকলেও গতদিনের মতো হামলার ঘটনা ঘটেনি এদিন। গতকালকের ঘটনা বিবেচনায় শুরু থেকেই সতর্ক অবস্থানে ছিল নিরাপত্তা বাহিনী। আজকে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলেও টিকিট সংকটে গতকাল ব্যাপক উত্তেজনা বিরাজমান ছিল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। টিকিট না পেয়ে গতদিন সৈয়দ নজরুল ইসলাম সুইমিং পুলের টিকিট বুথে আগুন দেয় ক্ষুব্ধ দর্শকরা। এ নিয়ে বিপিএল শুরুর পর থেকে তিনবার টিকিট না পেয়ে হট্টগোল শুরু করেন দর্শকরা।
টিকিট নিয়ে বার বার এমন উত্তেজনার জের ধরে বিসিবিকে টিকিট ব্যবস্থাপনা আরও স্বচ্ছ করার নির্দেশনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনায় টিকিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরাতে জোর দিয়েছে বিসিবিও। ফলস্বরূপ এদিন মিরপুর স্টেডিয়ামের সুইমিংপুল সংলগ্ন টিকিট বুথে লাইন ধরে টিকিট কেটেছেন দর্শকরা। এরপর পুলিশ ও সেনাবাহিনীর কড়া পাহারায় একে একে স্টেডিয়ামে প্রবেশ করেন দর্শকরা। এদিন মিরপুরের গেটগুলো ছিল কড়া নিরাপত্তাবেষ্টিত।
আরও পড়ুন:
» রাজশাহীকে হারিয়ে ২০২৫ বিপিএলের প্রথম জয় পেল চিটাগাং
সমর্থকদের এমন ক্ষুব্ধ আচরণ প্রসঙ্গে বিসিবির টিকিট কমিটির সমন্বয়ক তরিকুল ইসলাম টিটু বলেন, ‘টিকিট বুথে এমনভাবে হামলা চালালে বুথগুলোতে টিকিট বিক্রি করা অসম্ভব হয়ে পড়বে।’ এসময় বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘২৬ হাজারের মতে টিকিট ছাপা হয়েছিল যার সবটাই বিক্রি করা হয়ে গেছে। দর্শকদেরও বিষয়টি বুঝতে হবে। তারপরও আমরা দর্শকদের সুবিধার জন্য কিছু টিকিট বুথে বিক্রি হচ্ছে।’
এবারের বিপিএলের অধিকাংশ টিকিট বিক্রি করা হচ্ছে অনলাইনের মাধ্যমে। মধুমতি ব্যাংকের কয়েকটি নির্দিষ্ট শাখায় বিপিএলের এবারের টিকিট পাওয়া যাচ্ছে। তবে ব্যাংক ছেড়ে বুথ থেকেই টিকিট সংগ্রহে বেশি আগ্রহী দর্শকদের। টিকিট নিয়ে বিপিএল শুরুর আগের দিন থেকেই হট্টগোল চলে আসছে দর্শকদের সঙ্গে বিসিবির। এছাড়াও বিপিএলের আগের দিন ও উদ্বোধনী দিনে টিকিট না পেয়ে স্টেডিয়ামের গেট ভেঙে ঢোকার চেষ্টা করেন বিক্ষুব্ধ দর্শকরা।
ক্রিফোস্পোর্টস/৩জানুয়ারি২৫/এসআর/বিটি