Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট বিসিবি

ক্রিকেটারদের ফিটনেস ইস্যুতে নির্বাচক হান্নান। ছবি- সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। তবে ঘরের মাঠে এই সিরিজের আগে নেওয়া হয়েছে টাইগার ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। এবার ক্রিকেটারদের সেই ফিটনেস টেস্টের রিপোর্ট পৌঁছে গেছে জাতীয় দলের নির্বাচকদের হাতে।

গেল শনিবার (২০ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় দলের বিবেচনায় থাকা ৩৫ টাইগার ক্রিকেটার হাজির হয়েছিলেন। সেখানে সেখানে তাদের পরীক্ষিটা হয়েছে অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড়ে। টাইগারদের নতুন ট্রেইনার ন্যাথান কিলির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় দলের ফিটনেস টেস্ট।

বিশ্বকাপের বিবেচনায় আছেন এমন ক্রিকেটাররা ছিলেন এই টেস্টে। এদের মধ্যে থেকে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা করা হতে পারে চলছে সপ্তাহের মাঝেই। তবে দলে বড় কোন চমক আসবেনা এমনটা আগেই জানিয়ে রেখেছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। এমনকি ক্রিকেটারদের ফিটনেস টেস্টের রিপোর্ট দেখে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

হান্নান বলেছেন, ‘আমরা ফিটনেস টেস্টের ফলাফল দেখলাম। যাদেরকে নিয়ে চিন্তা করা হয়েছে দেখলাম তারা আদর্শ অবস্থানে রয়েছে। সবাই শীর্ষে রয়েছে এটা বলব না। কিন্তু যাদের নিয়ে আমরা চিন্তা করেছিলাম, তারা ফিটসেনটা সেভাবেই ধরে রেখেছে। সকলে টানা খেলার মধ্যে রয়েছে। সেগুলোর সঙ্গে যেভাবে মানিয়ে চলা উচিত সেটি তারা করেছে।’ 

তবে এই ফিটনেস টেস্টের ক্যাম্পে ছিলেন না তামিম ইকবাল, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। সাকিব রয়েছেন দেশের বাইরে, তাসকিন ডিপিএলে টানা ম্যাচ খেলায় বাড়তি ঝুঁকি নেননি, মুস্তাফিজ রয়েছেন আইপিএলে। চোটের কারণে ছিলেন না সৌম্য সরকার ও তাইজুল ইসলাম।

উল্লেখ্য, চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। আগামী ৩ মে থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজে খেলা হবে পাঁচ ম্যাচ। এরপর বিশ্বকাপের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশ ছাড়বে টাইগাররা। তাই এখান থেকেই বিশ্বকাপ দল সাজিয়ে নিতে চায় বিসিবি।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল খেলোয়াড় কে? 

ক্রিফোস্পোর্টস/২২এপ্রিল২৪/এফএএস 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট