Connect with us
ক্রিকেট

লিটন-মুমিনুলদের নিয়ে বিসিবির বৈঠক, আলোচনা হলো যে বিষয়ে

BCB Meeting
সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠক করেছেন ফারুক আহমেদ। ছবি- বিসিবি

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেশ কয়েকটি ইস্যুতে বিতর্ক সৃষ্টি হয়েছিল। যে কারণে ক্রিকেট বোর্ডের অনেক সমালোচনা হয়েছে। তবে এসব সমালোচনা পেছনে ফেলে দেশের ক্রিকেটের উন্নয়নের দিকে মনোযোগ বিসিবির। এরই মাঝে আজ (সোমবার) জাতীয় দলের সাবেক সব অধিনায়কদের নিয়ে বৈঠকে বসেন সভাপতি ফারুক আহমেদ। মিরপুরে বিসিবি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মূলত দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য সাবেকদের পরামর্শ নিতেই ডেকেছিল বিসিবি। সেখানে গাজী আশরাফ হোসেন লিপু, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, রাজিন সালেহ, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুলরা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার লিটন দাস ও মুমিনুল হকও উপস্থিত ছিলেন এই বৈঠকে।

বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক অধিনায়ক রাজিন সালেহ। বিপিএল, এনসিএল-সহ দেশের ঘরোয়া ক্রিকেটকে কীভাবে আরও উন্নতির দিকে ধাবিত করা যায়, সে বিষয়েই আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এই সাবেক ব্যাটার।


আরও পড়ুন:

» জানা গেল উইকেটের ধরন, মিলছে না ভারতের পরিকল্পনা!

» সব দলের পতাকা থাকলেও রাখা হয়নি ভারতের, কারণ কী?


রাজিন বলেন, ‘আমাদের আমন্ত্রণ জানানোয় প্রেসিডেন্ট ফারুক ভাইকে ধন্যবাদ। আমরা বেশ কয়েকজন উপস্থিত ছিলাম, মোবাইলে আরও ২-৩ জন যুক্ত ছিলেন। আমাদের কথা হয়েছে বিপিএল কীভাবে আরও উন্নতি করা যায়, সূচিটা কীভাবে আপডেট করা যায়। এনসিএল টি-টোয়েন্টি কখন শুরু করলে আমরা পুরোপুরি কাজে লাগাতে পারব। বিপিএলে আগামীতে যেন আরও ভালো ফ্র্যাঞ্চাইজি আসে, ভালো বিদেশি ক্রিকেটাররা আসে, কখন তাদের পাব- এসব বিষয়ে আলোচনা হয়েছে।’

শুধু বিপিএল নয়, সকল ঘরোয়া টুর্নামেন্টে কীভাবে আরও উন্নতি করা যায় এসব বিষয় নিয়েও আলোচনা হয়েছে। রাজিন বলেন, ‘বিপিএলের পাশাপাশি এনসিএল টি-টোয়েন্টিটা কীভাবে আরও উন্নতি করা যায়, প্রথম শ্রেণির ক্রিকেটটা কীভাবে আরও উন্নতি করা যায়, এ সম্পর্কিত বিষয়ে কথা হয়েছে। সর্বোপরি বাংলাদেশ ক্রিকেট কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে সকলের পরামর্শ নিতেই ডাকা হয়েছে।’

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এখন দুবাইয়ে অবস্থান করছে বাংলাদেশ দল। যারা দলের বাইরে আছেন তারা মিরপুরে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। টুর্নামেন্ট শেষে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে টাইগারদের।

ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট