Connect with us
ক্রিকেট

তামিমের সঙ্গে বিসিবির বৈঠক, কী সিদ্ধান্ত এলো?

জাতীয় দলে ফেরার বিষয়ে তামিমের সঙ্গে বৈঠক করেছে বিসিবি। ছবি- সংগৃহীত

আগামী মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে সাবেক অধিনায়ক তামিম ইকবালের পুনরায় জাতীয় দলে ফেরার গুঞ্জন উঠেছে। এই টুর্নামেন্টের জন্য আগামী ১২ জানুয়ারির মধ্যে আইসিসিতে ১৫ সদস্যের দল পাঠাতে হবে বিসিবিকে। আর দল পাঠানোর জন্য ৪ দিন সময় বাকী থাকতে তামিমের সঙ্গে বৈঠকে বসেছে বিসিবি।

বিপিএল খেলতে বর্তমানে সিলেটে অবস্থান করছে ক্রিকেটাররা। আর তামিমের সঙ্গে আলোচনা করতে আজ বুধবার সকালে ঢাকা থেকে সিলেটে এসেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু এবং আরেক নির্বাচক হান্নান সরকার। এরপর পাঁচ তারকা এক হোটেলে তামিমের সঙ্গে আলোচনায় বসেছেন তারা।

তবে দুই দফা আলোচনার পরও ঝুলে রইলো তামিমের জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত। পুনরায় জাতীয় দলে ফিরতে বোর্ড থেকে আরো কিছুদিন সময় চেয়ে নিয়েছেন দেশসেরা ওপেনার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরো দুই-তিন হাতে সময় পাবেন সাবেক এই অধিনায়ক।

আরও পড়ুন:

» কিংবদন্তি ব্রেট লির সঙ্গে একই দলে জাহানারা আলম

» পরবর্তীতে কোন ক্লাবের হয়ে খেলবেন, রোনালদো জানালেন নিজেই

তামিমের সঙ্গে আলোচনা শেষে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘তামিমের সঙ্গে হয়ত আগেই এ বিষয়ে আমাদের আলোচনা হতে পারতো। যাই হোক সেটা হয়নি, সামনে আমাদের একটা বড় টুর্নামেন্ট আছে। তার সঙ্গে আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আলোচনার সঙ্গে সঙ্গেই একটা সিদ্ধান্তে পৌঁছানো যায় না । কারণ এটা একটা বড় সিদ্ধান্ত। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তার ঘনিষ্ঠজন, পরিবার, বন্ধু-বান্ধব কিংবা তার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলাপ আলোচনার বিষয় থাকতে পারে। আলোচনার বিষয়ে এখন সরাসরি কিছু বলছি না। চূড়ান্ত সিদ্ধান্ত এলেই সব জানা যাবে।’

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল। পুনরায় দলে ফেরা নিয়ে নানা নাটকীয়তার পরও ফেরা হয়নি তার। তবে নতুন বোর্ডের অধীনে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার দলে ফেরা নিয়ে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে। তবে সম্প্রতি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির এক ভিডিওতে তামিম জানান, তিনি আর জাতীয় দলে ফিরতে চান না। তবে এবার বিসিবির সঙ্গে বৈঠকের পর কিছুটা ইতিবাচক বার্তাই পাওয়া গেছে। এখনো জাতীয় দলকে সরাসরি না করে দেননি তামিম। খুব শিগগিরই তার ফেরার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

ক্রিফোস্পোর্টস/৮জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট