Connect with us
ক্রিকেট

সালাউদ্দিনকে কোচ হাওয়ার প্রস্তাব বিসিবির

coach salahuddin
মোহাম্মদ সালাউদ্দিন। ছবি: সংগৃহীত

কোচিংয়ে ঘরোয়া ক্রিকেটে একাধিকবার সফলতা অর্জন করেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আর অধীনে থাকা দল শিরোপা জেতারও অনেক নজির হয়েছে। তাইতো জাতীয় দলের কোচিং প্যানেলে সালাউদ্দিনকে দেখতে চান ক্রিকেটপ্রেমীরা। তিনিও গণমাধ্যমে জাতীয় দলে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অনেকবার।

মূলত চন্ডিকা হাথুরুসিংহকে বরখাস্ত করার পর সালাউদ্দিনের জাতীয় দলের কোচিং প্যানেলের কাজ করা নিয়ে আলোচনা হচ্ছে। জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও সম্মতি জানালো হয়েছে। জাতীয় দলে কাজ করা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

গতকাল (বুধবার) বিসিবি মিটিংয়ে অন্যান্য বিষয়ের মধ্যে সালাউদ্দিনের জাতীয় দলের কোচিং প্যানেলে নিয়োগের সম্পর্কে আলোচনা হয়। জানা গেছে, বিসিবি পক্ষ থেকে এক পরিচালক সালাউদ্দিনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তবে এই কোচের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন বার্তা পাওয়া যায়নি।

আরও পড়ুন: সাফের অর্জন দেশবাসীকে উৎসর্গ করলেন সাবিনা

হাথুরুসিংহেকে বরখাস্ত করার পর অন্তর্বর্তী কোচ হিসেবে টিম টাইগার্সের দায়িত্বে আছেন ক্যারিবিয়ান ফিল সিমন্স। পূর্ণাঙ্গ কোচিং প্যানেল গঠন করার জন্য দেশিও কোচ যুক্ত করতে চাচ্ছে বিসিবি।

সালাউদ্দিনকে নিয়ে আগ্রহী বিসিবি এখন এই কোচের সাড়া পাওয়ার অপেক্ষায় আছে। এই কোচ আগ্রহ প্রকাশ করলেই পূর্ণাঙ্গ কোচিং প্যানেলে যুক্ত করা হবে।

মূলত সহকারী কোচ হওয়ার জন্য প্রস্তাব বিসিবি থেকে প্রস্তাব দেওয়া হয়েছে সালাউদ্দিনকে। প্রস্তাবে রাজি হলেই আগামী ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাংলাদেশ দলের সঙ্গে দেখা যেতে পারে দেশের অন্যতম সেরা এই কোচকে।

দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের দায়িত্ব পালন করার সুবাদে জাতীয় দলের একাধিক ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সালাউদ্দিনের। জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে রসায়নটা ভালই জমবে অভিজ্ঞ এই কোচারের। তার অধীনে বাংলাদেশ কতটা উন্নতি করবে তা আর বলার অপেক্ষা রাখে না।

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট