Connect with us
ক্রিকেট

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত করল বিসিবি

বাংলাদেশ বনাম আফগানিস্তান। ছবি- ক্রিকইনফো

গতকালে আফগানিস্তানের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল। এদিন সমীকরণ মিলিয়ে আফগানদের হারাতে পারলে টাইগারদের সামনে সুযোগ ছিল প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলার। তবে এমন সুযোগ হেলায় হারানোর পর এবার আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করেছে বিসিবি।

বিশ্বকাপের পর আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ হওয়ার কথা ছিল বাংলাদেশের। সিরিজের ভেন্যু ঠিক করা হয় ভারতের গ্রেটার নয়ডায়। আগামী ২৫ জুলাই থেকে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির এই সিরিজ মাঠে গড়ানোর কথা থাকলেও এবার সেটি স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৈশ্বিক আসরে আফগানদের কাছে হারের পর হঠাৎ এমন সিদ্ধান্তের রয়েছে কিছু যুক্তিও। মূলত বিশ্বকাপের পর একাধিক ফ্রাঞ্চাইজি ক্রিকেট থাকায় স্থগিত করার জন্য অনুরোধ করেছে বিসিবি। লঙ্কা প্রিমিয়ার লিগ, মেজর লিগ ক্রিকেট, গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগে খেলার সুযোগ পেয়েছে একাধিক টাইগার ক্রিকেটার। যাদের ইতিমধ্যে বোর্ড থেকে দেওয়া হয়েছে ছাড়পত্র।

আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। যেখানে এবার খেলার জন্য ডাক পেয়েছেন চার টাইগার ক্রিকেটার। বাংলা টাইগার্স মিসিসিগার হয়ে খেলবেন সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম। টরোন্টো ন্যাশনালসের হয়ে রিশাদ হোসেন ও মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে মাঠ মাতাবেন মোহাম্মদ সাইফউদ্দিন।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট শুরু হবে আগামী ৫ জুলাই থেকে। যেখানে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ১ জুলাই শুরু হবে শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগ। সেখানে মুস্তাফিজুর রহমান ডাম্বুলা সিক্সার্সের হয়ে ও তাসকিন আহমেদ খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। 

এছাড়া সিরিজের ভেন্যু সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আফগান বোর্ডের সাথে তিন মাস আগে যোগাযোগ করে বিসিবি। তবে তারা সিদ্ধান্ত জানাতে অনেকটা সময় ব্যয় করে ফেলে। এতে করে এখনই বিসিবি এই সিরিজ খেলা নিয়ে আগ্রহ হারিয়ে ফেলে। তবে এখন সিরিজটি মাঠে না গড়ালেও পরবর্তী সময়ে দুদলের ফাঁকা সিডিউল দেখে আয়োজিত হবে এই প্রতিযোগিতা।

আরও পড়ুন:

শেষ মুহুর্তের গোলে আর্জেন্টিনার স্বস্তির জয়

বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচসহ আজকের খেলা (২৬ জুন ২৪)

ক্রিফোস্পোর্টস/২৬জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট