বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বে আসার পর প্রথমবারের মতো জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করলেন নতুন সভাপতি ফারুক আহমেদ। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মিরপুরে বিসিবি কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়ে। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও।
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। ভারত সিরিজকে সামনে রেখে গত কয়েকদিন ধরে মিরপুরে অনুশীলন করছে তারা। তবে অনুশীলন করেননি শান্ত-মুশফিকরা। আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা।
আজ দুপুর নাগাদ মিরপুর থেকে টিম বাসে করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়া ক্রিকেটাররা। তাদের সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি উপস্থিত ছিলেন। ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
» ইংলিশ কাউন্টিতে সারের হয়ে সাকিবের ফাইফারসহ ৯ উইকেট
» ভারত সিরিজে শরিফুলকে না রাখার কারণ জানাল বিসিবি
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর মিরপুর শের-ই বাংলায় বিসিবি কার্যালয়ে আসেন শান্ত-মুশফিকরা। এসময় সেখানে উপস্থিত হন তামিম ইকবাল। বৈঠকে তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখায়।
দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন তামিম ইকবাল। জাতীয় দলে পুনরায় ফিরবেন কি না সেটাও অনিশ্চিত। তবে গুঞ্জন রয়েছে বিসিবিতে বোর্ড পরিচালক হিসেবে যোগ দেবেন তামিম। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
ক্রিফোস্পোর্টস/১২সেপ্টেম্বর২৪/বিটি