Connect with us
ক্রিকেট

সাকিব-মুস্তাফিজরা আইপিএলে দল না পাওয়ার কারণ জানাল বিসিবি

Shakib-Mustafiz_IPL
সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

আইপিএল—২০২৫ এর মেগা নিলামে বাংলাদেশ থেকে ১২ ক্রিকেটারের নাম ছিল। তবে তার মধ্যে থেকে বেশিরভাগ ক্রিকেটারের নাম নিলামে ডাকাই হয়নি। আর যাদের ডাকা হয়েছে তাদেরকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি।

আইপিএলের গত আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্রতিনিধিত্ব করেছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক আসরে দুর্দান্ত খেলেন এই পেসার। তবে এবারের মেগার নিলামের আগে তাকে ছেড়ে দেয় ফ্রাঞ্চাইজিটি। এমনকি নিলামেও তাকে নিতে কোনো আগ্রহ দেখায়নি পাঁচবারের চ্যাম্পিয়নরা।

মুস্তাফিজ ছাড়া রিশাদ হোসেনের নামও ডাকা হয়েছিল। তবে তাকে নিতেও আগ্রহ দেখায়নি কেউ। এছাড়া সাকিব-লিটনদের নামই ডাকা হয়নি। এ বছর নিলামে এমন হওয়ার কারণ কী? বুধবার (২৭ নভেম্বর) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে কথা বলেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

আরও পড়ুন:

» বিপিএল খেলতে আসছেন যুক্তরাষ্ট্রের তারকা ব্যাটার

» ফিটনেস পরীক্ষায় পাস তামিম, ফিরছেন মাঠে 

আইপিএলে কোনো ক্রিকেটার সুযোগ না পাওয়ায় খারাপ লেগেছে ফাহিমের। তবে এক্ষেত্রে তিনি দেশের ক্রিকেটারদের মান নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার খারাপ লাগে, কেউ দল না পেলে আমি আমাদের মানটাকে বিচার করি। আমাদের কেউ যদি বিশ্ব মঞ্চে জায়গা পায়, তার মানে আমাদের অবস্থাটা ভালো। আর জায়গা না পেলে অবস্থাটা ভালো নয়।’

আইপিএলের আসরগুলোতে শুরুর দিক থেকেই খেলে আসছেন সাকিব আল হাসান। ২০১৬ সালের পর এই তালিকায় নিয়মিত হন মুস্তাফিজুর রহমান। তবে ২০২১ আসরের পর আর আইপিএল খেলা হয়নি সাকিবের। ২০২৩ সালে বাংলাদেশ থেকে লিটন-মুস্তাফিজ সুযোগ পেলেও ২০২৪ সালে একমাত্র ক্রিকেটার হিসেবে খেলেন মুস্তাফিজ। তবে ২০২৫ আসরে এসে সংখ্যাটা শূন্যে দাঁড়িয়েছে।

যেখানে অন্যান্য দেশ থেকে বিশেষ করে আফগানিস্তান থেকে প্রতিবছর আইপিএলে অংশগ্রহণ করা ক্রিকেটারের সংখ্যা বেড়েই চলছে, সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের সংখ্যা প্রতিনিয়ত কমছেই। অথচ আফগানিস্তান বাংলাদেশের অনেক পরে ক্রিকেটে যাত্রা শুরু করেছে।

এ নিয়ে ফাহিম বলেন, ‘আফগানিস্তান বিশ্ব মঞ্চের সুযোগ গুলো কাজে লাগিয়ে ওদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে ওদের খেলোয়াড়ের সংখ্যা বেড়েই চলছে, যেখানে আমরা পিছিয়ে পড়েছি। আমাদেরকে এই জায়গাটা কাজে লাগানো উচিত। অদূর ভবিষ্যতে আমরা সেই চেষ্টা করবো।’

এবারের আইপিএলে আফগানিস্তান থেকে খেলবেন ৭জন ক্রিকেটার। যেখানে বাংলাদেশ থেকে কোনো ক্রিকেটারের খেলার সুযোগ হয়নি।

ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট