হেড কোচ হাথুরুসিংহেকে সাময়িক বরখাস্ত করেছে বিসিবি। ৪৮ ঘন্টার নোটিস দেওয়া হয়েছে। এরপর বরখাস্ত হিসেবে গন্য হবে।নতুন কোচ ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স। কাজ করবেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত।
সরকার পরিবর্তনের মধ্য দিয়ে দেশের ক্রিকেট বোর্ডের প্রধান পদেও আসে বড় রদবদল। নাজমুল হাসান পাপনের চেয়ারে বসেন ফারুক আহমেদ। নিজের প্রথম সংবাদ সম্মেলনে এসে নতুন হেড কোচ নিয়োগের বিষয়ে আশ্বাস দেন। এরপর পাকিস্তান সিরিজে টাইগারদের অবিশ্বাস্য সাফল্যে কিছুটা চাপা পড়ে যায় বিষয়টি। কিন্তু ভারত সিরিজের চরম ব্যর্থতা সেই বিষয়টি আবারও মাথা চাড়া দিয়ে ওঠে।
ভারতে দুই ফরম্যাটেই লজ্জার হোয়াইটওয়াশ হওয়ার পর এবার আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই বরখাস্ত করা হলো চন্ডিকা হাথুরুসিংহে কে। সেই সঙ্গে শোকজও করা হয়েছে তাঁকে। তাঁর জায়গায় নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত টাইগারদের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক এই উইন্ডিজ তাঁরকা।
এদিকে মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) দুপুরে হাথুরুসিংহেকে শোকজ ও বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড প্রধান ফারুক আহমেদ। মূলত জাতীয় দলের বেশকিছু ক্রিকেটারের সঙ্গে খারাপ ব্যবহার এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে হাথুরুসিংহে কে বরখাস্ত করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বোর্ড প্রধান ফারুক আহমেদ।
এসময় ফারুক বলেন, ‘আইনগত নিয়মের কারণে আপাতত তাঁকে শোকজ ও বরখাস্ত করেছি আমরা। আইনগত জটিলতা কেটে গেলে পরে চুক্তি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এসময় ফারুক আহমেদ আরও বলেন, ‘আমরা হাথুরুসিংহে কে যথেষ্ট সুযোগ দিয়েছি। কিন্তু জাতীয় দলের খেলোয়াড়দের গাঁয়ে হাত তোলা, অনুমতি ব্যতীত ছুটি কাটানো এগুলো মোটেও আমাদের জন্য সুখকর ছিলো না। তাই আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। বর্তমানে তাঁকে ৪৮ ঘন্টার জন্য শোকজ ও বরখাস্ত করা হলেও এটাই স্থায়ী করা হবে।’
২০১৪ সালের জুনে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশের। তখন তাঁর সাথে চুক্তি করা হয়েছিলো ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু হঠাৎ করেই শ্রীলঙ্কার হেড কোচ হওয়ার প্রস্তাব পেয়ে ২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশের দায়িত্ব ছাড়েন হাথুরুসিংহে। যদিও অনেকের ধারণা ছিল কারো সাথে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরেই দায়িত্ব ছেড়েছেন হাথুরু।
চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে ৩৫ হাজার ডলার পারিশ্রমিকে বাংলাদেশের হেড কোচ হিসেবে নিয়োগ পান ২০২৩ সালে। বিসিবির সাথে তাঁর চুক্তি হয়েছিলো ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। কিন্তু গতবারের ন্যায় এবারও মেয়াদ শেষের আগেই দায়িত্ব ছাড়তে হচ্ছে হাথুরুসিংহেকে।
আরো পড়ুন : জানা গেল প্রোটিয়া সিরিজে বাংলাদেশের দল ঘোষণার সম্ভব্য সময়
ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৪/এসআর