সময়টা ভালো যাচ্ছে না। তবে নিঃসন্দেহ দলের অন্যতম ভরসার নাম এখনও সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্ট চলাকালেই তিনি বনে গিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবথেকে লম্বা টেস্ট ক্যারিয়ারের অধিকারী। গুরুত্বপূর্ণ সিরিজে এমন অভিজ্ঞ ক্রিকেটার অবশ্যই দলে পেতে চায় সবাই।
তবে সম্প্রতি সাকিবের ফর্ম যাচ্ছে না খুব ভালো। আগের সেই অলরাউন্ড পারফরম্যান্স মেলে না সাকিবের কাছ থেকে। বল হাতে ভালো কিছু দিয়ে গেলেও বেশ কিছু দিন রান পাচ্ছিলেন না ব্যাটে। এবার ভারতের বিপক্ষ প্রথম টেস্টের কোন ইনিংসেই পাননি উইকেটের দেখা।
সাকিবের চোখের সমস্যার কথা উঠে এসেছে অনেক বারই। যার কারণে ব্যাটিংয়ে রীতিমত সংগ্রাম করতে হচ্ছে থাকে। আজকাল হেড পজিশন ঠিক রাখতেও মাঠে ব্যবহার করছেন অভিনব পদ্ধতি। এমনকি সাকিবের আঙুলের চোট নিয়েও প্রশ্ন উঠছে।
এমন পরিস্থিতিতে আগামী ম্যাচে তিনি ভারতের বিপক্ষে মাঠে নামবেন কিনা তাকে তা নিয়ে তৈরি হয়েছে জিজ্ঞাসা। আজ (সোমবার) সাকিবের সর্বশেষ অবস্থা গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির সহকারী নির্বাচক হান্নান সরকার।
গণমাধ্যমের সামনে হান্নান বলেন, ‘সাকিবকে নিয়ে ম্যাচে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। তবে পরের ম্যাচের আগে আমাদের সেই চিন্তার সময় আছে। আমরা দেখব তখন তার কী অবস্থা। আমরা জানি যে সাকিবের হাতের ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটা কিন্তু ম্যাচের আগে ছিল না।’
তিনি আরও যোগ করেন, ‘অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে তার হাতের ব্যাথার বিষয়। কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর ১০০ ভাগ ক্লিয়ারেন্স নিয়েই তাঁকে দলে রেখেছি। তখন ১০০ ভাগ ফিটই ছিল। পরের ম্যাচের আগে সময় আছে, আমরা তাঁকে নিয়ে চিন্তা করব।’
এই নির্বাচক আরও বলেন, ‘সাকিব এমন একজন প্লেয়ার, সে যদি মনে করে বোলিং করতে পারবে না, তাহলে কিন্তু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে। আর সে যদি মনে করে বোলিং-ব্যাটিং কিছুই করতে পারবে না, তাহলে সিনারিও ভিন্ন হবে। সময় যেহেতু আছে, পরে আমরা দেখেশুনে জাজমেন্টে যাব।’
আরও পড়ুন: অলরাউন্ড নৈপুণ্যে দলকে জেতালেন সাইফউদ্দিন
ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৪/এফএএস