প্রথম দিকে এবাদতের হাঁটুর চোটকে হালকাভাবে দেখা হলেও বিষয়টি নিয়ে এখন খুবই সিরিয়াস বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানো হচ্ছে তাকে।
পুনর্বাসন ও পরিচর্যা করেই খেলায় ফিরতে পারবেন তিনি, ফিজিওদের এমন আশ্বাসে এশিয়া কাপের মূল দলেও ছিলেন তিনি। নিয়মিত অংশগ্রহনও করছিলেন অনুশীলনে। তবে, ফিজিওদের ভবিষ্যদ্বাণী ভুল হয়েছে।
গত কিছুদিন পুনর্বাসন করেও লাভ হয়নি তাঁর। একের পর এক এমআরআই করে দেখা গেছে, এবাদতের চোটাক্রান্ত বাঁ হাঁটুর এসিএল লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটা ঠিক করতে উন্নত চিকিৎসা নেওয়ার প্রয়োজন হবে।
তাই, বিসিবি চেষ্টা করছে দ্রুত সময়ের মধ্যে ২৯ বছর বয়সী এ ফাস্ট বোলারকে ইংল্যান্ডে পাঠাতে। গতকাল জানা গেছে, ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়নমেন্ট পাওয়া গেছে। আগামী সপ্তাহে লন্ডন যাবেন ডানহাতি এ পেসার।
ইংল্যান্ডে হাঁটুর চিকিৎসা খুব ভালো হয় বলে জানিয়েছে বিসিবি। এ ছাড়া এবাদতের পাসপোর্টে ইংল্যান্ডের চলতি ভিসা থাকায় ভিসা জটিলতায়ও পড়তে হচ্ছে না তাঁকে।
আরও পড়ুন : বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/২৪আগস্ট২৩/এমএইচ