Connect with us
ক্রিকেট

সৌম্যের রেকর্ড গড়া ইনিংস নিয়ে বিসিবির বক্তব্য

BCB statement about Soumya's record innings
মিরপুরে বিসিবিতে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বোর্ড কর্মকর্তা জালাল ইউনুস। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আশা নিয়ে দেশ ছাড়া বাংলাদেশ দল ইতোমধ্যেই ওয়ানডে সিরিজ হাত ছাড়া করে ফেলেছে। প্রথম ম্যাচের পর আজ (বুধবার) দ্বিতীয় ম্যাচেও ৭ উইকেটে ম্যাচ হেরে ২-০ তে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। এরপরও আজ সৌম্য সরকারের ১৬৯ রানের ইনিংস কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে টাইগারদের। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কণ্ঠেও শোনা গেছে সৌম্যকে নিয়ে বন্দনা।

মিরপুরে বিসিবিতে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বোর্ড কর্মকর্তা জালাল ইউনুস। সেখানে তিনি সৌম্যকে দলে নেয়ার বিষয় নিয়েও কথা বলেন। তিনি জানান, ‘অনেক দিন পর সৌম্যের থেকে এমন বড় রানের ইনিংস দেখলাম। দেড়শ’র উপরে ঐ উইকেটে রান করা মোটেই সহজ কোনো কাজ না। কোচ তাকে যখন দলে চেয়েছিল, আমরাও তাকে সমর্থন জানিয়েছিলাম।’

ব্যাটিংয়ে সৌম্য ধারাবাহিক হলে সেটা দলের জন্য বড় একটা শক্তি বলেও উল্লেখ করেন ইউনুস, ‘হাথুরুর নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। তার হয়তো মনে হয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মত এমন সিমিং উইকেটে সৌম্যই সবচাইতে ফিট ক্রিকেটার। এ কারণেই তাকে হয়তো খেলিয়ে যাচ্ছিল। সৌম্য আবার কামব্যাক করতে পারলে তা আমাদের জন্য বড় একটি শক্তির জায়গা হিসেবে দেখা দিবে।’

এদিকে ম্যাচ শেষে কিউই ব্যাটসম্যান হেনরি নিকোলসও সৌম্যের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘সৌম্য যে একজন কোয়ালিটি ক্রিকেটার তা আজ সে প্রমাণ করলো। তার ইনিংসটি অসাধারণ ছিল। ২৯০ রানের মধ্যে একাই ১৬৯ রান করা, এটিই পুরো গল্পটা বলে দেয়।’

আজকের ম্যাচে দু’দলই দারুণ লড়াই করেছে বলেও মত দেন এই কিউই ব্যাটার, ‘আজ দু’দল হাড্ডাহাড্ডি লড়াই করেছে। দারুণ একটি ম্যাচ হয়েছে। চার উইকেট পড়ে যাওয়ার পরও মুশফিককে সঙ্গে করে বড় একটি জুটি গড়েছিল সৌম্য, যা বড় রান সংগ্রহে ভূমিকা রেখেছে। সৌম্য গোটা ইনিংসে ব্যাট করার সাথে সাথে রানও বের করেছে নিয়মিতভাবে। তার ইনিংসটি দারুণ ছিল। এটা মোটেও একপাক্ষিক কোন লড়াই ছিল না।’

আরও পড়ুন: সমালোচনার বিষয়ে মুখ খুললেন সৌম্য

ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট