আগামী মাসে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই আসর সামনে রেখে চমক দেখিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। তামিম ইকবালের অবসর, সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা আর লিটনের অফফর্ম। তাই তিনজনের কাউকে দেখা যায়নি দলে। ডাক পেয়েছেন টপঅর্ডার পারভেজ হোসেন ইমন।
রবিবার (১২ জানুয়ারি) মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার নির্দেশ দিয়েছিল আইসিসি। তাই শেষ দিনে এসে দল ঘোষণা করে বিসিবি। সংবাদ সম্মেলনে বিসিবি আসন্ন মেগা ইভেন্টটির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে ১৯ ফেব্রুয়ারি, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে। আট দলের এই টুর্নামেন্ট বসবে পাকিস্তানের তিন ভেন্যু ও দুবাইয়ের একটি মাঠে। বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান।
আরও পড়ুন:
» চমক রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল নিউজিল্যান্ড
» চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ : বাংলাদেশের ম্যাচ কবে কখন?
» চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ : এক নজরে পূর্ণাঙ্গ সময়সূচি
বাংলাদেশের ১৫ সদস্যের দল: নাজমুল হোসেন শান্ত (অধি.), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
গত ২৪ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে আইসিসি। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর ২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টাইগাররা।
টুর্নামেন্টে বাকি দুটি ম্যাচের একটি খেলবে পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে খেলবে টিম টাইগার্স। এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে আরো দুই দিন বিরতি পাবে বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি একই মাঠে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টিম টাইগার্স।
ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৫/এজে