Connect with us
ক্রিকেট

ভারতের বিপক্ষে ইতিহাস গড়া নারী দলকে বোনাস দেবে বিসিবি

নারী দলকে বোনাসের ঘোষণা
এই সিরিজে আলো ছড়িয়েছেন মারুফা (বায়ে) প্রথম শতক পেয়েছেন পিংকী (মাঝে)। ছবি- ক্রিকইনফো

প্রথমবারের মতো ভারতীয় নারী দলকে হারিয়েছে বাংলাদেশ নারী দল। তিন ম্যাচের সিরিজের একটি করে জয় ও শেষ ওয়ানডে টাই হওয়ায় সিরিজ ভাগাভাগি করে ইতিহাস সৃষ্টি করেছে নিগার সুলতানা জ্যোতির দল। আর এই সাফল্যে যখন ক্রিকেটাররা উড়ছেন, তখন তাদেরকে বোনাসের সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই সিরিজেই ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন ফারজানা হক পিংকি। বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন মারুফা আক্তার, রাবেয়া খানরা। পুরো দল ও পারফরমারদের জন্য বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।

রবিবার (২৩ জুলাই) টিম হোটেলে নারী ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর সংবাদমাধ্যমকে বোনাসের কথা জানান তিনি।

দলের জন্য ২৫ লাখ টাকা দিচ্ছে বিসিবি। সেঞ্চুরির জন্য, প্লাস যারা পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছে বিসিবি। পাপনের ঘোষণা মতে সবমিলিয়ে ধারণা ৩৫ লাখর মতো বোনাস দিবে বিসিবি। সেঞ্চুরি করায় বাড়তি দুই লাখ টাকা পাচ্ছেন ফারজানা হক।

আরও পড়ুন: ম্যাচে আচরণবিধি ভেঙে যে শাস্তি পেতে যাচ্ছেন হারমানপ্রীত 

ক্রিফোস্পোর্টস/২৩জুলাই/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট