Connect with us
ক্রিকেট

নতুন অধিনায়ক নিয়ে বিসিবিতে শুরু হয়েছে আলোচনা

New Captain
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

জাতীয় দলে সাকিব আল হাসানের বিশ্বকাপ যাত্রার সাথে অধিনায়ক হিসেবে যাত্রাটাও শেষ হতে যাচ্ছে। বৈশ্বিক এই আসরের আগেই অবশ্য সাকিব জানিয়েছিলেন, বিশ্বকাপের পরেই অধিনায়কের দায়িত্ব থেকে সরে আসবেন তিনি। চোটে পড়ে সাকিবের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যাওয়ায় নিজেদের শেষ ম্যাচে তাই সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেই অধিনায়কের দায়িত্ব পালন করতে দেখা যাবে।

বিশ্বকাপের পরে যে সাকিব আর অধিনায়ক থাকবেন না তা তিনি ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগেই জানিয়েছিলেন। বিশ্বকাপের পরে তাই দলপতির দায়িত্ব কার কাঁধে যাবে এ নিয়ে আলোচনা শুরু করেছেন বিসিবির কর্তা-ব্যক্তিরা। গুঞ্জন আছে, বর্তমানে জাতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে পরবর্তী অধিনায়ক হিসেবে ভেবে রেখেছে টিম ম্যানেজমেন্ট।

এর আগেই বয়স ভিত্তিক দলেও অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে মিরাজের। অনুর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালেও খেলিয়েছেন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মিরাজ। মাঠের পারফর্মেন্সেও টিম ম্যানেজমেন্টের আস্থা কুড়াতে সক্ষম হয়েছেন এই ডান হাতি অলরাউন্ডার।

বিসিবি সূত্র জানিয়েছে, অধিনায়ক ইস্যুতে এখনো কোনো কিছুই তারা নিশ্চিত করেনি। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস এই ইস্যুতে বাংলাদেশের এক গণমাধ্যমকে বলেন, ‘নতুন অধিনায়ক ইস্যুতে আমরা এখনও ভাবছি। আপাতত কোনো কিছুই নিশ্চিত নয়।’

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে আরেক পরিচালক জানান, ‘সাকিব না থাকলে পরবর্তী অধিনায়ক কাকে করা হবে তা এখনই বলা মুশকিল। আমরা আরো ভেবে-চিন্তে দেখছি পরবর্তী অধিনায়ক হিসেবে দলের জন্য কে সবচেয়ে ভালো হবে। তারপরই বোর্ড সিদ্ধান্ত নেবে।’

এদিকে সাকিব পরবর্তী দলপতির দায়িত্ব কাকে দেয়া হবে সে জন্য আগেই তিন জনের সম্ভাব্য তালিকা করে রেখেছিলো বিসিবি। তালিকায় ছিলেন মেহেদী মিরাজ, নাজমুল শান্ত এবং লিটন দাস। কিন্তু বিশ্বকাপে শান্তর আশানুরূপ পারফর্ম করতে না পারাটা টিম ম্যানেজমেন্টের আস্থায় কিছুটা ভাটা দিয়েছে। লিটন দাসের ক্ষেত্রেও টিম ম্যানেজমেন্টের একই শঙ্কা। সে তুলনায় আস্থার প্রতিদান দিতে মিরাজের চেষ্টাটাই সবচেয়ে বেশি চোখে পড়েছে বিসিবির। তাই সম্ভাব্য অধিনায়কের দায়িত্বে মিরাজকেই বিবেচনা করছেন অধিকাংশ কর্তা-ব্যক্তিরা।

 

আরও পড়ুন: হাইভোল্টেজ ম্যাচে মোহনবাগানকে হারিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস

ক্রিফোস্পোর্টস/০৮নভেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট