Connect with us
ক্রিকেট

আগামীকাল বিসিবির গুরুত্বপূর্ণ সভা, থাকছে সাকিব ইস্যুও

বিসিবির বোর্ড মিটিংয়ের মুহুর্ত। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতা গণ-আন্দোলনের মধ্য দিয়ে গত ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার পদত্যাগের পর নানা কাঠামোতে এসেছে পরিবর্তন। বাদ যায় নি ক্রীড়াঙ্গনও। এরই ধারাবাহিকতায় বিসিবির দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে নানা দিক সামলাতে ব্যস্ত বিসিবি কর্তারা। নানা সমস্যা ও সংকট রয়েছে বিসিবির। সেই সমস্যাগুলো সমাধানে আগামীকাল (বুধবার) আবারও আলোচনা সভায় বসতে যাচ্ছে বিসিবি কর্তারা।

ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের পর থেকে আগামীকাল চতুর্থবারের মতো সভা করবে বিসিবির নীতি-নির্ধারকরা। এই বোর্ড মিটিংয়ে আলোচনা করা হবে শান্তর নেতৃত্ব ছাড়ার পর কাকে দেওয়া হবে নতুন দায়িত্ব, বিসিবি স্টান্ডিং কমিটিতে কারা থাকবেন এবং সাকিব আল হাসানকে দেশের বাইরে খেলতে দেওয়া হবে কি না ইত্যাদি বিষয়ে।

সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবির এক বিশ্বস্ত পরিচালক জানিয়েছেন যে, আগামীকাল (বুধবার) বিকাল সাড়ে ৩ টার সময় মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি ভবনে বসবে বিসিবির এই গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং। এরই মধ্যে সকল পরিচালকদের মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য আহবান করা হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন পর বিসিবির সভাপতি পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। তবে তাঁর পরিচালক পদটি এখনও বহাল আছে। এছাড়াও বিসিবির পরিচালক পদ থেকে একে একে পদত্যাগ করেন জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, নাইমুর রহমান দুর্জয়ের মতো পরিচালকরা। সবশেষে পদত্যাগ করেন খালেদ মাহমুদ সুজন।

জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হওয়ার পর পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন যথাক্রমে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিম। তবে বাকি পরিচালকদের ছেড়ে দেওয়া শূন্য আসনে নতুন করে কোনো পরিচালক দায়িত্ব গ্রহণ করেনি।

আরো পড়ুন : জর্জির অভিষেক সেঞ্চুরিতে ভর করে ২০০ পার করল দক্ষিণ আফ্রিকা

ক্রিফোস্পোটর্স/২৯অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট