ক্রিকেটকে আরো রোমাঞ্চকর ও উত্তেজনাকর করে তোলার জন্য আগমন হয়েছে এর সংক্ষিপ্ততম ফরমেট টি-টোয়েন্টির। ফ্রাঞ্চাইজি লিগ আয়োজন করে এই সংস্করণকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলা হয়েছে। যার অন্যতম উদ্দেশ্য বাণিজ্য। অর্থের ঝনঝনানিতে সয়লাব বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) তার ব্যতিক্রম নয়।
ক্রিকেটের দিক থেকে যেমনই হোক না কেন অর্থের দিক থেকে বিসিবি বিশ্বের অন্যতম সম্পদশালী ক্রিকেট বোর্ড। যা প্রতিনিয়ত আরো ফুলে ফেপে উঠছে বিপিএল আয়োজন করার মধ্য দিয়ে। অনেক আলোচনা সমালোচনা থাকলেও সফল ভাবে বিপিএলের নয়টি আসর পার করেছে বিসিবি। এবার দশম আসর আরও জাঁকজমক ভাবে আয়োজন করার পরিকল্পনা করছে বিসিবি।
বিপিএল থেকে বিসিবির আয়ের বড় একটা অংশ আসে সম্প্রচার সত্ব বিক্রি করে। এছাড়াও স্পন্সরশীপ ও ফ্র্যাঞ্চাইজি দল গুলোর ফি থেকেও মোটা অংকের আয় হয় বিসিবির। তাছাড়াও দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করে দর্শকদের খেলা দেখার টিকিট বিক্রিসহ আরও বিভিন্ন খাত থেকে বিপুল অর্থের প্রাপ্তি ঘটায় ক্রিকেট বোর্ড।
জানা যায় গতবার তিন বছরের জন্য ১০৫ কোটি টাকায় বিপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি করা হয়েছে । প্রতি মৌসুমে এই স্বত্ব থেকে বিসিবি পাবে ৩৫ কোটি টাকা। তিন আসরের জন্য বিপিএলের টাইটেলসহ স্পন্সরশিপ বিক্রি হয়েছে ১৬ কোটি টাকায়। যার ৫ কোটি টাকা পাওয়া গেছে গেল মৌসুমে এবং এবারসহ আগামী মৌসুমে পাওয়া যাবে সাড়ে ৫ কোটি টাকা করে।
বিসিবির আয়ের বড় আরেকটি উৎস হলো ফ্রাঞ্চাইজি দল গুলো থেকে প্রাপ্ত ফি। প্রতি মৌসুমে দল গুলো থেকে বিসিবি পায় দেড় কোটি টাকা করে। এবারের আসরে বিপিএলের ম্যাচ সংখ্যা ৪৬টি। সেই হিসেবে এই তিন খাত থেকেই বিসিবির আয় ম্যাচ প্রতি কোটি টাকার বেশি। আসর শেষে যেই অংক বাড়বে আরও।
তবে আয়ের পাশাপাশি বিপিএলে বিসিবির ব্যয়ের খাতও বিশাল। তিনটি ভেন্যুতে বিপিএল পরিচালনার যাবতীয় খরচ বহন করে বিসিবি। এছাড়াও সম্প্রচার প্রোডাকশন খরচ বিসিবির কোষাগার থেকেই যায়। যেখানে উন্নত প্রযুক্তি ব্যবহারে এবছর খরচ আরও বাড়বে। বড় অংকের প্রাইজমানিও বিসিবির লভ্যাংশ থেকে কর্তন করা হবে।
আগামী ১৯ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-দুরন্ত ঢাকার ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের দশম আসর। ঢাকা, সিলেট ও চট্টগ্রামে ৪৩ দিনে খেলা হবে ৪৬ ম্যাচ। দীর্ঘ দেড় মাস যাবত চলতে থাকা এই টুর্নামেন্টের পর্দা নামবে পহেলা মার্চ।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই মাঠে ফিরতে আশাবাদী এবাদত
ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২৪/এফএএস