Connect with us
ক্রিকেট

মুস্তাফিজকে আইপিএল থেকে ফেরানো বিসিবির ভুল, বলছেন হার্শা

মুস্তাফিজ ইস্যুতে হার্শা ভোগলে। ছবি- সংগৃহীত

চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুন শুরু করেছিলেন মুস্তাফিজুর রহমান। অবশ্য সময়ের সঙ্গে বেশ চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়েছে তাকে। বিশ্বকাপের আগে এমন প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট মুস্তাফিজের জন্য ভালো কিছু বয়ে আনবে এমনটাই আশা করেছিলেন সকলে। তবে জাতীয় দলের হয়ে খেলানোর জন্য তাকে গোটা আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি বিসিবি।

আইপিএল শুরুর আগে ৩০ এপ্রিল পর্যন্ত মোস্তাফিজুর রহমানকে বিদেশি লিগ খেলার অনুমতি দিয়ে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও ১ মে খেলা থাকায় বিসিবিকে অনুরোধ করে ফিজের আইপিএলে খেলার ছাড়পত্রের মেয়াদ একদিন বাড়িয়ে নিয়েছে চেন্নাই। তবে ছন্দে থাকা মুস্তাফিজকে এভাবে আইপিএল থেকে ফিরিয়ে নেওয়া যাওয়ায় এর সমালোচনা করছে অনেকে।

মূলত ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে খেলানোর জন্য মুস্তাফিজকে দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে বিসিবি। বাংলার এই কাটার মাস্টারকে সম্পূর্ণ আইপিএল খেলার অনুমতি না দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান জালাল ইউনুস তখন তিনি বলেছিলেন আইপিএল থেকে নতুন করে কিছু শেখার নেই ফিজের। এবার মুস্তাফিজ ইস্যুতে মুখ খুললেন হার্শা ভোগলে।

ভারতীয় এই ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক মনে করেন এই মুহূর্তে দেশের হয়ে খেলার চেয়ে আইপিএল খেলা মুস্তাফিজের জন্যে আরও ভালো হতে পারতো। কেননা এখানে বিশ্বমানের সকল ক্রিকেটারদের বিপক্ষে খেলার সুযোগ পেতেন ফিজ। এমনকি মহেন্দ্র সিং ধোনি, ফ্লেমিং কিংবা ডোয়াইন ব্রাভোর সঙ্গে বেশি সময় কাজ করতে পারতেন তিনি।

হার্শা বলেন, ‘মুস্তাফিজ ১ মে আইপিএল ছেড়ে চলে যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর বলেছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশে খেলাটা মুস্তাফিজের জন্য বেশি ভালো। ডোয়াইন ব্রাভো যখন পাথিরানাকে শেখাবে তখন ফিজ খুব বেশিদিন থাকবে না। ধোনি এবং ফ্লেমিংয়ের সঙ্গটা অন্য রকম ব্যাপার।’

তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশের ক্রিকেট ডিরেক্টর যা বলেছে আশা করি তা মিথ্যা হবে। কারণ সে বলেছে আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই। তখনই প্রশ্নটা উঠছে কোথায় তাহলে তার জন্য ভালো। আমি বুঝতে পারছি ব্যাপারট। আসলে বাংলাদেশের রীতিটা ঠিক করতে হবে। এখানে খেলাটা মুস্তাফিজের জন্য খুবই ভালো। কারণ এখানে সে দারুণ বোলিং করছে।’

এর আগে মুস্তাফিজ ইস্যুতে বিসিবির সমালোচনা করেছিলেন আরেক ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া, ‘যে ভালো করছে তাকে ভালো করতে দাও। তাদের মনে হয় মুস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে বাংলাদেশ বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পারবে না। বিশ্বকাপ ঘনিয়ে আসছে। ভারতের ক্রিকেটাররাও যাবে। আমি বুঝতে পারছি না বাংলাদেশ কেন এমনটা করছে।’

উল্লেখ্য, আগামী ৩ মে থেকে জিম্বাবুয়ের পক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশ ছাড়বে টাইগাররা।

আরও পড়ুন: মুস্তাফিজকে দায় না দিয়ে, হারের কারণ জানালেন চেন্নাই অধিনায়ক

ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৪/এফএএস  

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট