আজ (সোমবার) সন্ধ্যার আগেই দেশে ফিরবে সদ্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী বাংলাদেশ দল। দেশে আসার পর তাদের নিয়ে ক্রিকেট বোর্ডের কি পরিকল্পনা থাকছে তা নিয়ে আগ্রহের কমতি নেই দেশের ক্রিকেট ভক্তদের। এ নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি বিসিবি। তবে আশিকুর রহমান শিবলীরা দেশে ফেরার পর তাদের নিয়ে সংবাদ সম্মেলন করার বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
আজ সন্ধ্যার আগেই দেশের মাটিতে পা রাখার কথা আছে এশিয়া কাপ জয়ী যুব টাইগারদের। তাদের সঙ্গে থাকবেন দলের পুরো কোচিং বহরও। বিমানবন্দর থেকে তাদের সরাসরি নিয়ে যাওয়া হবে মিরপুর শের-এ-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখান বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমীতে সন্ধ্যা সাড়ে ছয়টায় এশিয়া কাপ জয়ী দলকে নিয়ে সংবাদ সম্মেলনের কথা জানিয়েছে বিসিবি। এক বিবৃতির মাধ্যমে ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।
বিসিবি এটাও জানিয়েছে যে, বিমানবন্দরে যুব দল নামার পর সেখানে সাংবাদিকদের প্রবেশাধিকারের ব্যাপারটি সংরক্ষিত থাকবে। দলের প্রয়োজনীয় ছবি এবং ভিডিও বিসিবির তরফ থেকেই সরবরাহ করা হবে।
গতকাল (রবিবার) বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জেতে সাকিব-তামিমদের উত্তরসূরীরা। মাহফুজুর রহমান রাব্বির দল টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৮২ রান সংগ্রহ করে।
জবাবে স্বাগতিকদের মাত্র ৮৭ রানেই অলআউট করে প্রথমবারের মত আসরটির চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ১৯৫ রানের বিশাল জয় পাওয়া ম্যাচে ১৪৯ বলে ১২৯ রানের ম্যারাথন ইনিংস খেলে ম্যাচসেরা হন বাংলাদেশের ওপেনার আশিকুর রহমান শিবলী।
আরও পড়ুন: এশিয়ার সেরা বাংলাদেশ, ফাইনাল ও টুর্নামেন্ট সেরা শিবলী
ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৩/এমএস/এমটি